আজ ১৬ এপ্রিল, ২০২২ (শনিবার)। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলি:
১৮৫৩ - মুম্বাইয়ে প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।
১৯১২ - হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসেবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯১৭ - ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।
১৯১৭ - লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
১৯১৭ - জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৮ - সশস্ত্র ইহুদিবাদী ইসরাইলিরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাঁটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনি নিহত হন।
১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন করতে যাচ্ছেন।
১৯৯৭ - মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মিনায় হাজি ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজি অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং এক হাজার ২৯০ জন আহত হন।
২০০১ - ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনো রকম সমাধান ছাড়াই সমাপ্ত হয়।
২০০৭ - আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।
জন্ম:
১৩১৯ - জন দ্বিতীয়, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
১৬৪৬ - ফ্রান্সের বিশিষ্ট স্থপতি জুলিস হার্ডোইন ম্যানসার্ট।
১৭২৮ - জোসেফ ব্ল্যাক, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ।
১৮৩৯ - ইতালীয় রাজনীতিক ও ১২তম প্রধানমন্ত্রী আনাটলে ফ্রাঞ্চে স্টারাবা।
১৮৪৪ - আনাটলে ফ্রাঞ্চে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাংবাদিক, লেখক ও কবি।
১৮৬৭ - উইলবার রাইট, তিনি ছিলেন উড়োজাহাজের আবিষ্কারক।
১৮৮৫ - বিপ্লবী উল্লাসকর দত্ত, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।
১৮৮৯ - চার্লি চ্যাপলিন, তিনি ছিলেন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা।
১৮৯৬ - রোমানীয় ফরাসি কবি ও সমালোচক ক্রিস্টান জারা।
১৯২১ - পিটার উস্টিনোভ, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯২৭ - পোপ বেনেডিক্ট ষোড়শ জন্মগ্রহণ করেন।
১৯৪৭ - গেরি রাফেরটয়, তিনি ছিলেন স্কটিশ গায়ক ও গীতিকার।
১৯৫৪ - মার্কিন অভিনেত্রী এলেন বারকিন।
১৯৬০ - রাফায়েল বেনিতেজ, তিনি সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৬০ - পিয়ের লিটবারস্কি, তিনি সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৫ - মার্টিন লরেন্স, তিনি মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৭২ - কোনকিতা মার্টিনেজ, তিনি সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত মার্কিন টেনিস খেলোয়াড়।
১৯৭৭ - সুইডিশ ফুটবলার ফ্রেড্রিক লুক্সুমবার্গ।
১৯৭৮ - লারা দত্ত, তিনি ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৫ - টায়ে টাইও, তিনি নাইজেরিয়ান ফুটবলার।
১৯৮৬ - শিনজি অকাযাকি, তিনি জাপানি ফুটবলার।
১৯৮৭ - আরন লেননোন, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু:
০০৬৯ - ওঠো, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৭৮৮ - জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, তিনি ছিলেন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক।
১৮৫০ - মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো।
১৮৫৯ - অ্যালেক্সিস ডি টকুয়েভিলে, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী।
১৮৯৬ - কাঙাল হরিনাথ, তিনি ছিলেন বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হিসেবে পরিচিত বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ।
১৯১৬ - টমাস প্যাট্রিক হোরান, তিনি ছিলেন আয়ারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯২৮ - পাভেল আক্সেলরদ, তিনি ছিলেন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।
১৯৫১ - অদ্বৈত মল্লবর্মণ, তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক।
১৯৫৮ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন ইংরেজ ভৌত রসায়নবিদ ও ক্রিস্টালবিদ।
১৯৬৬ - বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু।
১৯৭১ - সিপাহী মোস্তফা কামাল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।
১৯৭২ - নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক ইয়াসুনারি কাওয়াবাতা।
২০১৫ - স্টানিস্লাভ গ্রস, তিনি ছিলেন চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী।
২০২১ - সারাহ বেগম কবরী, কিংবদন্তি বাংলাদেশি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ।
২০২১ - পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি।
বাংলাদেশ সময়: ১১:৩৬:৫৫ ১৪২ বার পঠিত