মাগুরায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রথম পাতা » খুলনা » মাগুরায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২



---

মাগুরার শ্রীপুরে ট্রাকের ধাক্কায় দ্বিগবিজয় নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার খামারপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে

পুলিশ জানায়, ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিন কন্যাসন্তানের জনক বৃদ্ধ দ্বিগবিজয় বিশ্বাস (৬৫)। জীবিকার উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে ভ্যান নিয়ে বের হন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খামারপাড়া গ্রামের তালতলা মোড়ে ভ্যানের ওপর বসে ছিল দ্বিগবিজয় বিশ্বাস। এ সময় ট্রাক তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বিগবিজয় বিশ্বাস শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া মালোপাড়া গ্রামের মৃত দয়াল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দ্বিগবিজয় বিশ্বাস তালতলা মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন। পাশেই একটি ট্রাক ( মাগুরা-ট- ১১০০২৩) দাঁড় করানো ছিল। ট্রাকটির ড্রাইভার ও হেলপার পাশের চায়ের দোকানে বসে ছিলেন। কিন্তু হঠাৎ তালতলা মোড়ের শরিফুল মণ্ডল নামে একজন ভ্যান ও ব্যাটারি মেকানিক ট্রাকে উঠে ট্রাকটি স্টার্ট করে চালাতে শুরু করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিগবিজয় বিশ্বাসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত দ্বিগবিজয় বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনার পরপরই ট্রাকটির চালক ও হেলপার এবং যিনি চালাচ্ছিলেন সেই শরিফুল মণ্ডলসহ সবাই পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য এখন মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:১২   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ