সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করেছে মিয়ানমারের জান্তা

প্রথম পাতা » আন্তর্জাতিক » সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করেছে মিয়ানমারের জান্তা
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২



---

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী আংশিক বা সম্পূর্ণভাবে শতাধিক গ্রাম পুড়িয়ে দিয়েছে। গত বছরের সেনা অভ্যুত্থানের বিরোধিতাকারীদের দমনের চেষ্টা করার সময় সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করেছে তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে মিয়ানমারের অ্যাক্টিভিস্ট গ্রুপের তৈরি করা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

মার্কিন আর্থ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস ও মার্কিন মহাকাশ সংস্থা নাসার দেওয়া কয়েক ডজন স্যাটেলাইট ছবি বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচনা করে দেখেছে, দেশটির মধ্যাঞ্চলের গ্রামগুলোতে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়। ছবিগুলো স্থানীয় গণমাধ্যমের রিপোর্টগুলোকে অনেকাংশে নিশ্চিত করে। সামরিক বাহিনী সাগাইংয়ের মধ্যাঞ্চলে প্রতিরোধকারীদের ওপর আক্রমণ বাড়াতে ব্যাপক অগ্নিসংযোগ করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে বলেন, সেখানে কিছু জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীও ছিল।

মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস রয়টার্সকে বলেন, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।

প্রত্যক্ষদর্শীদের কথা তুলে ধরে টম অ্যান্ড্রুস বলেন, সেনাবাহিনী গত কয়েক মাসে সাগাইংয়ে আক্রমণ বাড়িয়েছে, সৈন্যরা স্থল হামলার নেতৃত্ব দিয়েছে এবং বিমান হামলা চালিয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে। সেনাবাহিনী অভ্যুত্থানের বিরোধিতাকে অবৈধ ঘোষণা করেছে এবং বলেছে তারা দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইছে।

মিয়ানমারের সামরিক বাহিনী এই প্রতিবেদনের জন্য মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। গত কয়েক মাস ধরে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করে আসছে জান্তা সরকার।

সূত্র : রয়টার্স

বাংলাদেশ সময়: ১২:৪৯:৪০   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ