গাজীপুরে ক্রেনে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে ক্রেনে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২



---

গাজীপুরের শ্রীপুরে বিবিএস ক্যাবলসের মালিকানাধীন নতুন কারখানা ইন্ডিগো মারবেল এন্ড গ্র্যানাইটের ক্রেনের পায়া নামাতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাসির উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের সেকান্দর আলী আকন্দের ছেলে। তিনি নির্মাণাধীন কারখানায় শ্রমিকের কাজ করতেন।

কারখানার শ্রমিক মো. শাহজাহান মিয়া জানান, কারখানায় সবাই কাজ করছিল, হঠাৎ করে একটি ক্রেনের পায়া ধরে টান দেওয়া মাত্র সেটি তার মাথায় পড়ে। এরপর গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করি। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কায়সার বলেন, নাসির উদ্দিন নামে এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। মাথা দ্বিখণ্ডিত হয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ইন্ডিগো মারবেল এন্ড গ্র্যানাইট কারখানার দায়িত্বে থাকা মো. মহসিন আলী বলেন, নিহত ব্যক্তি কারখানার নিয়মিত শ্রমিক। কাজ করতে গিয়ে অসাবধানতার জন্য সে দুর্ঘটনায় মারা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১:২৫:২৫   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ