পাঞ্জাবের রানপাহাড়ের চাপায় মুম্বাইয়ের পঞ্চম হার

প্রথম পাতা » খেলা » পাঞ্জাবের রানপাহাড়ের চাপায় মুম্বাইয়ের পঞ্চম হার
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২



---

শেষ ওভারে টানটান উত্তেজনা। ৬ বলে দরকার ছিল ২২ রান। পাঞ্জাবের অধিনায়ক বল তুলে দিয়েছিলেন ওডেন স্মিথের হাতে। আর শেষ ওভারে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবকে ম্যাচ জেতালেন স্মিথ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ১৯৮ রানের পাহাড় টপকাতে পারেনি রোহিত শর্মার দল। ফলে চলতি আসরে জয় অধরাই রয়ে গেল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।

শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে মুম্বাইকে ১৯৯ রানের টার্গেট দেয় মায়াঙ্ক আগরওয়ালের দল। বিশাল রানের লক্ষ্য দেখেও ভেঙে পড়েননি রোহিতরা। যদিও জয়ের খুব কাছে গিয়ে হেরে যায় আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স।

বুধবার (১৩ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব উড়ন্ত শুরু পায় দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ানের ব্যাটে। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন তারা। এ সময় ৩২ বলে ৫২ রান করে মুরুগান অশ্বিনের বলে আউট হয়ে মাঠ ছাড়েন আগরওয়াল। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়ের মার।

আগরওয়াল আউট হয়ে গেলে ঝড়ো ব্যাটিং শুরু করেন ধাওয়ান। জনি বেয়ারস্টো তাকে উপযুক্ত সঙ্গ দিতে না পারলেও জিতেশ শর্মা ও শাহরুখ খান ছোট অথচ গুরুত্বপূর্ণ ২টি ইনিংস খেলেন।

ধাওয়ান ৫০ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৭০ রান। জিতেশ ১৫ বলে ৩০ ও শাহরুখ ৬ বলে ১৫ রান করেন। মুম্বাইয়ের হয়ে ২টি উইকেট নেন বাসিল থাম্পি। একটি করে উইকেট পান জয়দেব উনাদকাট, জাসপ্রীত বুমরাহ ও মুরুগান অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলছিলেন মুম্বাই অধিনায়ক। যদিও খুব বেশি রান করতে পারেননি রোহিত। ১৭ বলে ২৮ রান করে আউট হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফেরেন ঈশানও। সেখান থেকে মুম্বাইয়ের হয়ে ঝড় তোলেন ডিওয়াল্ড ব্রেভিস এবং তিলক বর্মা। ২৫ বলে ৪৯ রান করেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্রেভিস।

তিলক বর্মা রান আউট হওয়ার আগে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ২০ বলে ৩৬ রান করেন তিনি। রান আউট হন কায়রন পোলার্ডও। তিনি আউট হতে জয়ের জন্য মুম্বাই তাকিয়ে ছিল সূর্যকুমার যাদভের দিকে। যাদভ চেষ্টাও করছিলেন। কিন্তু অভিজ্ঞ কাগিসো রাবাদার কাছে হার মানতে হলো তাকে। ওডেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন সূর্য। মুম্বাইয়ের জয়ের আশাও শেষ হয়ে যায় সেখানে।

এ ম্যাচের পর একমাত্র পয়েন্টশূন্য দল মুম্বাই যে পয়েন্ট তালিকার তলানিতে, সেটি তো আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব তৃতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১:৪৩:১২   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ