বাবাকে শিকল পরালো ছেলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাবাকে শিকল পরালো ছেলে
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২



---

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি লিখে নিয়ে বাবা মফিজ উদ্দিনকে পাগল বানিয়ে এক বছর ধরে বাড়িতে শিকল দিয়ে বেধে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অন্যদিকে বাবাকে মুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বড় ছেলে ইউসুফ। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে এ বিষয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা হলেও মুক্তি পাননি মফিজ উদ্দিন। তবে প্রশাসন বলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য মতে, মফিজ উদ্দিনের (ছুটু) বয়স ৮০ বছর। বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামে। দুই ছেলে ও তিন মেয়ের জনক তিনি। ঠিকমত চলাফেরাও করতে পারে না। প্রায় অসুস্থ থাকেন মফিজ উদ্দিন। বাবার অসুস্থতার সুযোগ কাজে লাগিয়ে চিকিৎসার কথা বলে ২০২০ সালে প্রায় পাঁচ বিঘা জমি নিজের নামে লিখে নেন ছোট ছেলে আব্দুল হাকিম। এরপর বাবাকে পাগল বানিয়ে নিজ বাড়ির বারান্দায় পায়ে শিকল লাগিয়ে বন্দি করে রেখেছেন তিনি। মফিজ উদ্দিনের আরেক ছেলে ইউসুফ আলী বাবাকে মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। গত ৭ এপ্রিল পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ইউসুফ আলী জানান, বাবাকে পাগল সাজিয়ে বারান্দায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আমাদের সাথে কোন যোগাযোগ করতে দেওয়া না। ঠিক মত খাবারও দেয় না। আমরা এর বিচার চাই।

সংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য গেলে তাড়াহুড়া করে হাকিমের পরিবারের লোকজন বৃদ্ধ মফিজ উদ্দিনের শিকল খুলতে শুরু করেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাকিম কথা বলতে রাজি হননি।

এ দিকে বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সভায় এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রশাসন ঐ বৃদ্ধাকে বন্দি দশা থেকে উদ্ধার করবেন বলে সভায় কথা দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়া গেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১:৩০:৩৪   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ