উত্তেজনার মধ্যে কোরিয়া উপদ্বীপের কাছে টহল দিচ্ছে মার্কিন রণতরি

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তেজনার মধ্যে কোরিয়া উপদ্বীপের কাছে টহল দিচ্ছে মার্কিন রণতরি
বুধবার, ১৩ এপ্রিল ২০২২



---

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, কোরীয় উপকূলের বাইরের সমুদ্রে কার্যক্রম পরিচালনা করছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনার মধ্যে এই রণতরি মোতায়েন করা হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনার মধ্যে এই রণতরি মোতায়েন করা হয়েছে। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রণতরিটি জাপান সাগরে রয়েছে, যা পূর্ব সাগর নামেও পরিচিত। মার্কিন কর্মকর্তার দাবি, ওই অঞ্চলের মিত্র ও সহযোগীদের আশ্বস্ত করতে জাপানি বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে রণতরীটি।
সামনের কয়েক দিনের মধ্যে উত্তর কোরিয়া মাটির নিচে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ক্রমেই বাড়ছে। আর সেই আশঙ্কার মধ্যেই এই মহড়া চালানো হচ্ছে। ২০১৭ সালের পর এই প্রথম দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যকার সমুদ্রসীমায় মার্কিন বিমানবাহী রণতরি বহর মোতায়েন হলো।

ওই বছর ইউএসএস রোন্যাল্ড রিগ্যান, থিওডোর রুজভেল্ট এবং নিমিতিজ এবং তাদের মাল্টি-শিপ স্ট্রাইক গ্রুপ ওই এলাকায় মোতায়েন করা হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষার মধ্যে শক্তি প্রদর্শনে এসব রণতরি মোতায়েন করা হয়।
আরও পড়ুন: কোরিয়ার হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি মা
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওই এলাকায় তিন থেকে পাঁচ দিন থাকতে পারে।

দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যমের খবরের বিষয়ে সোমবার কোরিয়ায় নিযুক্ত মার্কিন বাহিনীর (ইউএসএফকে) মুখপাত্র বলেন, তারা পরিকল্পনা কিংবা চলমান মহড়া নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।
উত্তর কোরিয়া আগেও মার্কিন সামরিক মহড়ার সমালোচনা করে বলেছে, এগুলো যুদ্ধের মহড়া। এতে উত্তেজনা বাড়বে।

বাংলাদেশ সময়: ১১:০৫:৩৪   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ