মারিওপোলে ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মারিওপোলে ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত
বুধবার, ১৩ এপ্রিল ২০২২



---

বন্দরনগরী মারিওপোলে ১০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে চালানো রুশ সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির বন্দরনগরী মারিওপোলসহ আরও অনেক এলাকা।

রুশ বাহিনী বন্দিদের হত্যা ও নির্যাতন করছে , এমন অভিযোগ করেছে দেশটির প্রশাসন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহর ছেড়ে যাওয়ার সময় হাজারো বিপজ্জনক অস্ত্র ফেলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের ফেলে যাওয়া মাইন পাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে খারকিভের রাস্তা থেকে মাইন সরানোর কাজ শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সব কথা জানান।

জেলেনস্কি বলেন, রুশ বাহিনী সব জায়গায় মাইন ফেলে রেখে গেছে। যেসব জায়গা তারা দখল করেছিল সেসব জায়গাতেই মাইন রয়েছে। এমনকি মানুষের ব্যক্তিগত সম্পদসহ ঘরের দরজায়ও মাইন রেখে গেছে তারা। এগুলো অপসারণে দিন রাত কাজ করে যাচ্ছেন ইউক্রেন সেনারা।

এদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার স্থানীয় সময় সোমবার পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। রুশ-ইউক্রেন ইস্যুতে তাদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে দাবি করেন তিনি। তাদের দীর্ঘ সময়ের আলোচনার মধ্যে অস্ট্রিয়ার চ্যান্সেলর অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, পুতিনের সাথে আলোচনায় ইতিবাচক কোনো সাড়া পাননি তিনি।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, এটি মোটেও কোনো বন্ধুত্বপূর্ণ সফর ছিল না। তাদের ওপরে চলমান নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং অদূর ভবিষ্যতে মস্কোকে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে।

এদিকে জাতিসংঘ বলেছে, মাত্র ছয় সপ্তাহের যুদ্ধে ইউক্রেনে প্রায় দুই তৃতীয়াংশ শিশু বাস্তুচ্যুত হয়েছে। তারা বাধ্য হয়েছে তাদের পরিবার, ঘর-বাড়ি, স্কুল ছেড়ে চলে যেতে। ইউক্রেনের নারী ও শিশুদেরকে সহিংসতার হাত থেকে রেহাই দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১:৪৩:৩৯   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ