নেত্রকোনা থেকে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোনা থেকে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২



---

নেত্রকোনা সীমান্ত থেকে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি লেহেঙ্গা ও মেহেদী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ লাখ ৫৫ হাজার ৬০৪ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও মেহেদী জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের বারমারী বিওপি’র জোয়ানরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৪টার দিকে আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৪৭টি বেনারসি শাড়ি, ৭৪০টি শারদাহ শাড়ি, ১৮৫টি ওভারটেক শাড়ি, ১৮০টি সিল্ক শাড়ি, ১০৫টি পিন অনিকা শাড়ি, ৪১৯টি শাংগী রিলা শাড়ি, ২৮টি লেহেঙ্গা ও ২৫৯২টি কাবেরী মেহেদী। জব্দকৃত শাড়ি, লেহেঙ্গা ও মেহেদীর সিজার মূল্য ৫০ লক্ষ ৫৫ হাজার ৬০৪ টাকা বলে জানানো হয়। জব্দকৃত এ সকল মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

পরবর্তীতে কাস্টমস অফিস কর্তৃপক্ষ উদ্ধারকৃত মালামালগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করে বলে জানানো হয়।

তবে মালামাল কি করে আসলো বা কে নিয়ে আসলো এসব বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি গণমাধ্যমে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১০:৩৭:২০   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ