শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয়ে সুপার সিক্সে আবাহনী

প্রথম পাতা » খেলা » শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয়ে সুপার সিক্সে আবাহনী
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২



---

বিকেএসপিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১ রানে হারিয়ে ডিপিএলের সুপার সিক্সের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আগে ব্যাট করে ৭ উইকেটে ৩১১ রানের পাহাড়সম পুঁজি পায় আকাশী নীলরা। জবাবে ৩১০ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এদিকে, লিস্ট এ ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করতে পেরে উচ্ছ্বসিত ম্যাচসেরা আবাহনীর জাকের আলী অনিক। আরেক ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৫ রানের জয় পেয়ে সুপার লিগের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

জয়ের জন্য শেষ ওভারে গাজী গ্রুপের প্রয়োজন ছিল ১৭ রান। তানজিম হাসান সাকিবের করা সেই ওভারে প্রথম বলেই রান আউট কাজী অনিক। পরের তিন বলে চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন মেহেদি। কিন্তু শেষ বলে গাজী গ্রুপ উইকেট হারালে নাটকীয় এক জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি আবাহনীর। মাত্র ২৭ রান করে ফেরেন মুনিম শাহরিয়ার। এরপর ৩৫ রানে সাজঘরে নাইম শেখ। তবে ওয়ান ডাউনে নেমে লিস্ট এ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পান জাকের আলী অনিক। আল আমিন জুনিয়রের শিকার হওয়ার আগে ১১৩ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১০৯ রান করেন জাকের আলী। শেষ দিকে আফিফের ৩২ বলে ৫০ রানের দারুণ ইনিংসে ৩১১ রানের পুঁজি পায় আবাহনী।

জবাবে আকাশী নীলদের দেওয়া পাহাড়সম স্কোর তাড়া করতে নেমে গাজী গ্রুপকে ঝড়ো সূচনা এনে দেয় মেহেদি মারুফ। এই ওপেনারের ৮২ ও আলামিনের ৯২ তে জয়ের কাছাকাছি চলে যায় আকবর বাহিনী। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় হার মেনে নিতে হয় গাজী গ্রুপকে। এদিকে, দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে ম্যাচ সেরা হন আবাহনীর জাকের আলী অনিক।

দিনের আরেক ম্যাচে তারকাঠাসা মোহামেডানকে প্রায় হারিয়ে দিচ্ছিল তরুণদের নিয়ে দল গড়া সিটি ক্লাব। অবশ্য শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫ রানের স্বস্তির জয় পেয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখলো মাহমুদ উল্লাহ-সৌম্যরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। যেখানে রীতিমত ভয় পাইয়ে দিয়েছিলো সিটি ক্লাবের বোলাররা। দলীয় ১১১ রানেই ৬ উইকেট হারিয়ে কোনঠাসা মোহামেডান। বরাবরের মতো ব্যর্থ সৌম্য এদিন ফেরেন শুন্য হাতে । তবে মজিদ ও শুভাগতের হাফ সেঞ্চুরিতে ২২৯ রান সংগ্রহ করে সাদা-কালোরা।

জবাবে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সিটি ক্লাবও । শেষ দিকে জাওয়াদ রোয়েনের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সিটি ক্লাব। তবে হাসান মাহমুদের দারুন বোলিংয়ে হারের আক্ষেপে পুড়তে হয় সিটি ক্লাবকে।

এদিকে, তারকাসমৃদ্ধ দল নিয়েও আসর হারের বৃত্ত থেকে বেরিয়ে জয় পাওয়ায় স্বস্তিতে মোহামেডান শিবির।

বাংলাদেশ সময়: ০:৫১:৪৬   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ