পাকিস্তানের রাজনীতির উত্তাপ লন্ডনেও

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানের রাজনীতির উত্তাপ লন্ডনেও
সোমবার, ১১ এপ্রিল ২০২২



---

লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের বাইরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে।

পিটিআই নেতা ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ায় এদিন নওয়াজ শরিফের বাসভবনের সামনে আনন্দ উদ্‌যাপন করছিলেন পিএমএল-এন সমর্থকরা। একই সময় সেখানে বিক্ষোভ প্রদর্শনের জন্য জড়ো হন ইমরান খানের সমর্থকরা।

এ সময় একে অপরের নেতাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে স্থানীয় কর্তৃপক্ষ। খবর দ্য ডনের।

এদিকে, পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার ব্রুকফিল্ড প্লাজার বাইরে জড়ো হয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ছোট একটি দল। এ সময় তাদের স্লোগানে ঘুরেফিরে আসছিল একটি কথাই: ‘ইমরান খান ফিরবেন। তিনি আরও ক্ষমতা নিয়ে ফিরে আসবেন।’

যুক্তরাষ্ট্রে পিটিআইর এই সমর্থকরা প্রতিবাদ জানানোর সময় একে অন্যের সঙ্গে আলাপকালে বারবারই বলছিলেন, ‘এটা মেনে নেওয়া যায় না।’ এ সময় সেখানে উপস্থিত এক সাংবাদিক তাদের কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে প্রতিবাদকারীরা বলেন, ক্ষমতার পালাবদলে পাকিস্তান আবারও দুর্নীতি ও স্বজনপ্রীতির পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাতে রোববার (১০ এপ্রিল) দলীয় পতাকা নিয়ে ব্রুকফিল্ড প্লাজার বাইরে জড়ো হয়েছিলেন পিটিআই সমর্থকরা। কিন্তু তাদের সঙ্গে কোনো পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড ছিল না। ছিল শুধু রাগ আর হতাশা।

বাংলাদেশ সময়: ১৩:১১:১৫   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ