হোটেল ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন তারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হোটেল ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন তারা
শনিবার, ৯ এপ্রিল ২০২২



---

রাজধানীর ভাটারা এলাকায় আবাসিক হোটেলের আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে হোটেল মালিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (৮ এপ্রিল) থেকে শনিবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো উত্তর তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক প্রায় ৩৪ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাটারা থানার আবাসিক এলাকা সংলগ্ন হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালে (আবাসিক) অভিযান চালিয়ে হোটেল মালিক রইস উদ্দিন রবি (৪৩) ও হোটেল ম্যানেজার মো. আলম ওরফে রনিকে (৪০) ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর টানপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. হানিফ মোল্লাকে (৩৬) ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া একই নেটওয়ার্কের আরও দুই নারী শাহিদা বেগমকে (৪৫) কাফরুল থানা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ও রিমিয়ারা খাতুনকে (৩০) ভাটারা থানাধীন ছোলমাইদ ফেরাজী টোলার একটি বাড়ি হতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালে এসব ইয়াবা হাতবদল ও লেনদেন হতো। এছাড়া হোটেলে আসা অতিথিদের কাছেও তারা ইয়াবা বিক্রি করতো। এসব ইয়াবা সীমান্তবর্তী এলাকা ও মাদক ব্যবসার ডিলারদের কাছ থেকে সংগ্রহ করা হতো বলেও জানিয়েছেন গ্রেফতাররা।

আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৫২   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ