বিশ্বকাপের আগে কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপের আগে কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
শনিবার, ৯ এপ্রিল ২০২২



---

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। নানা সমালোচনা, বিতর্ক পেরিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি প্রস্তুত বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনে। তবে মাস কয়েক বাকি থাকতেই চাঞ্চল্যকর এক তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কাতার বিশ্বকাপ আয়োজনে জোরপূর্বক শ্রমে বাধ্য করা হয়েছে বাংলাদেশি শ্রমিকদের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। কোনো ধরনের ছুটি ছাড়াই তিন বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন এসব শ্রমিক। অসুস্থ হয়ে কাজে যোগ দিতে না পারলে বেতন কাটার পাশাপাশি দেওয়া হয় শাস্তিও। সাবেক-বর্তমান ৩৪ কর্মীর সঙ্গে কথা বলে এ ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছে অ্যামনেস্টি

বিশ্বকাপ আয়োজনে সেখানকার অভিবাসী শ্রমিকদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ এই সংস্থার। দৈনিক ১২ ঘণ্টা এবং কোনো ধরনের সাপ্তাহিক ছুটি ছাড়াই বছরের পর বছর কাজ করায় বাধ্য করা হয়েছে তাদের। বাংলাদেশিসহ শ্রমিকদের অধিকাংশই এশিয়া ও আফ্রিকার নাগরিক।

দেশটির শ্রম আইন অনুযায়ী, দৈনিক সর্বোচ্চ আট ঘণ্টা কাজের পাশাপাশি সপ্তাহে অন্তত এক দিনের ছুটি দেওয়া বাধ্যতামূলক। তবে বেসরকারি শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এসব আইন অমান্য করেই কাজে বাধ্য করে শ্রমিকদের।

অ্যামনেস্টিকে আব্দুল নামের এক বাংলাদেশি শ্রমিক জানিয়েছেন, তিন বছর ধরে কোনো ধরনের ছুটি ছাড়াই দৈনিক ১২ ঘণ্টার বেশি সময় কাজ করতে বাধ্য করা হয়েছে তাকে। আইন পরিপন্থি জানলেও আর্থিক শাস্তির কথা বিবেচনায় এনে কোনো ধরনের প্রতিবাদের সুযোগ থাকে না তাদের। অসুস্থতা বা অন্য কোনো কারণে কাজে যোগ দিতে না পারলে মজুরি কেটে নেওয়ার পাশপাশি, ঝুঁকি থাকে চাকরি খোয়ানোর। পাশাপাশি ওই প্রতিবেদনে ভাষা, জাতীয়তা ও বর্ণবৈষম্যের অভিযোগও সামনে আনা হয়েছে।

অবশ্য কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবারই প্রথম নয়। গত বছরের ফেব্রুয়ারিতে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার পর থেকে দেশটিতে ছয় হাজারের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

অর্থাৎ, শেষ ১২ বছরে প্রতি সপ্তাহে গড়ে ১২ জন শ্রমিক মারা গেছেন। যদিও শঙ্কা করা হয়, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এর আগে বিশ্বকাপ আয়োজক নির্বাচন নিয়ে, ঘুষ কেলেঙ্কারির অভিযোগও সামনে আসে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫৪   ৪৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ