ব্রুনাইয়ে বাংলাদেশের হাইক‌মিশনারের সঙ্গে ভারতীয় দূতের সাক্ষাৎ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রুনাইয়ে বাংলাদেশের হাইক‌মিশনারের সঙ্গে ভারতীয় দূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২



---

ব্রুনাইয়ে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত অলোক অমিতাভ দিমরি বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন।

বৃহস্প‌তিবার (৭ এপ্রিল) ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে এ সাক্ষাৎ হয়।

ব্রুনাই‌য়ের বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, সাক্ষাতের শেষ দিকে বাংলাদেশের হাইকমিশনার ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশ হাইকমিশনে অবস্থিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বইয়ের সমাহার দেখে ভারতের রাষ্ট্রদূত বিমোহিত হন। তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর দেয়ালে সাজিয়ে রাখা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের সাক্ষ্যবহনকারী ছবিগুলো দেখতে থাকেন এবং ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধুকে একই ফ্রেমে দেখে আনন্দিত হন।

বাংলাদেশ হাইকমিশনার বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক প্রজ্ঞা ও সংগ্রাম, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার ইস্পাত-কঠিন প্রত্যয় ও পদক্ষেপ, সর্বোপরি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ এর অভ্যুদয়ে তার অপরিসীম অবদান সম্পর্কে ভারতীয় রাষ্ট্রদূতকে অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে বর্ণনা করেন।

ভারতীয় রাষ্ট্রদূত অলোক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও চূড়ান্ত বিজয় অর্জনে এই ভাষণের অপরিসীম গুরুত্বের কথা গর্বের স‌ঙ্গে স্বীকার করেন।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে একই ছবিতে দেখে তিনি উচ্ছ্বসিত হন। তিনি বাংলাদেশ হাইকমিশনারকে ‘রবীন্দ্রনাথ ঠাকুর : অ্যা প‌লি‌টিক্যাল বা‌য়োগ্রা‌ফি’ শীর্ষক একটি বই উপহার দেন। অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দেওয়া হয়।

অভিনব পন্থায় ‘বঙ্গবন্ধু কর্নার’কে সুসজ্জিত করার জন্য ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশ হাইকমিশনারের প্রশংসা করেন। আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠেয় বিশেষ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনারকে আমন্ত্রণ জানান হাইকমিশনার সুমনা।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩৭   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ