নির্বাচনে সব দল অংশ নেবে, পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে সব দল অংশ নেবে, পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা
বুধবার, ৬ এপ্রিল ২০২২



---

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে বলে মার্কিন সিনেটর চাক শুমারের কাছে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার ওয়াশিংটনে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এমন আশা করেন মোমেন।

মার্কিন সিনেটরের সঙ্গে বৈঠক নিয়ে ওয়াশিংটনে গণমাধ্যমের মুখোমুখি হন ড. মোমেন। তিনি বলেন, তার (শুমার) সঙ্গে বৈঠকে আমাদের দেশের আগামী নির্বাচন সম্পর্কে বললাম। আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি, সেটা তাকে বলেছি। তাকে বলেছি, সব দলেরই উচিত নির্বাচনে অংশ নেওয়া। আমি বলেছি, আওয়ামী লীগের জন্মই রাজনীতিতে; বাংলাদেশের জন্মও রাজনীতিতে, গণতন্ত্রে।

এর আগে, সোমবার ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিরোধীদল বিএনপিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনার জন্য ওয়াশিংটন যেন প্রভাবিত করে সেই অনুরোধ করেন মোমেন।

ড. মোমেন ব্লিঙ্কেনকে জানান, নির্বাচনে সব দল যোগ দেয়, শুধুমাত্র একটি দল যোগ দেয় না। এই পার্টি মিলিটারি দ্বারা তৈরি হয়েছে এবং তারা নির্বাচনে আসে না। আমাদের নির্বাচন কমিশন আছে এবং তারা স্বাধীন। নির্বাচনের সময়ে তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। এর জবাবে ব্লিনকেন বলেছেন, এটি অত্যন্ত ভালো।

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সিনেটর চাকের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা বললাম। তিনি বলছেন, তিনি বিস্মিত। তিনি বললেন, আপনাদের রাষ্ট্রদূত বলেছেন; র‌্যাব এফবিআইয়ের মতো।

মার্কিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা কামনা করেন। এছাড়া তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করার জন্য সিনেটরকে প্রস্তাব দেন।

কংগ্রেসম্যান চ্যাবটের সঙ্গে বৈঠকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গ

ওইদিন ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসম্যান স্টিভ চ্যাবটের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বৈঠকে আলোচনায় স্থান পায় র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গটি। বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। জবাবে কংগ্রেসম্যান মোমেনকে আশ্বাস দেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৯   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ