পাকিস্তানকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলা » পাকিস্তানকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া
বুধবার, ৬ এপ্রিল ২০২২



---

পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে হেসেখেলে জয় পেল অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৫ এপ্রিল) লাহোরে অজিদের জয় ৩ উইকেটে। ৮ উইকেটে পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে জিতেছে তারা। ম্যাচসেরা হন অ্যারন ফিঞ্চ।

লক্ষ্য তাড়া করতে নেমে অজি ওপেনার ট্রাভিস হেড খেলা শুরু করেন ঝড়ো গতিতে। তবে ১৪ বলে ২৬ রান করার পর বিদায় ঘণ্টা বাজে তার ইনিংসের। হারিস রউফের বলে উসমান কাদিরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। স্কোর বোর্ডে অজিদের সংগ্রহ তখন ৪০ রান।

১৫ বলে ২৪ রান করে আউট হন জস ইংলিস। টেস্টের এক নম্বর ব্যাটার মার্নাস লাবুশানে ২ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে মার্কাস স্টোইনিস দিন দিন অস্ট্রেলিয়ার ভরসার পাত্রে পরিণত হচ্ছেন। হার্ড হিটিংয়ে গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া যেন তার আর বিকল্প নেই! এ ম্যাচে ৯ বলে ২৩ রান করেন তিনি। এরপর সরাসরি বোল্ড হন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে।

ক্যামেরন গ্রিন ২ রান করে আউট হলে ওপেনার ফিঞ্চ ও বেন ম্যাকডারমথ মিলে নাগালের মধ্যে থাকা জয়ের প্রচেষ্টা চালান। তারা সফলও হন। যদিও ফিঞ্চ শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি। ৪৫ বলে ৫৫ রান করে আউট হন তিনি। ১৯ বলে শেষ পর্যন্ত ২২ রান করেন ডারমথ। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, কাদির ও ওয়াসিম। একটি উইকেট নেন রউফ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে দারুণ শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে তারা করেন ৬৭ রান। এ সময় গ্রিনের বলে আউট হন রিজওয়ান। বাবর টিকে ছিলেন আরও অনেকটা সময়। ফখর জামান আউট হন শূন্য রানে। ইফতিখার আহমেদ তোলেন ১৩ রান। বাবর ৪৬ বলে করেন ৬৬ রান।

শেষ দিকে খুশদিল শাহ ২৪, কাদির ১৮ ও হাসান আলি ১০ রান করেন। অজিদের হয়ে ২৮ রান খরচায় ৪ উইকেট পান নাথান এলিস। গ্রিন নেন দুই উইকেট। শন অ্যাবোট ও অ্যাডাম জাম্পা দুজনেই পান একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১:৪৯:৫৪   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ