গ্যালাক্সি নোট নাইট বিক্রি শুরু করলো স্যামসাং

প্রথম পাতা » আইসিটি » গ্যালাক্সি নোট নাইট বিক্রি শুরু করলো স্যামসাং
মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮



বিভিন্ন অফারে দেশের বাজারে বিক্রি শুরু হলো নোট সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি নোট নাইন। ডিভাইসটির জন্য প্রি-অর্ডার ও প্রত্যাশিত আকর্ষণীয় অফার প্রযুক্তিপ্রেমীদের সাড়া জাগিয়েছে।

আগ্রহী ক্রেতারা এখন থেকে শক্তিশালী নোট নাইন বান্ডেল অফারের সঙ্গে কিনতে পারবনে।

মিডনাইট ব্ল্যাব, ওশেন ব্লু এবং মেটালিক কপার রঙে ফ্ল্যাগশিপ এ ডিভাইসটি দেশের বাজারে মাত্র ৯৪ হাজার ৯০০ টাকায় কেনা যাবে।

নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ১২ মাসের ইএমআই বা কিস্তিতে নোট নাইন কেনার সুযোগ আছে। ইবিএল ক্রেডিট কার্ডধারীরা ১২ মাসের ইএমআই বা কিস্তি সুবিধায় নোট নাইন ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রিটেইল আউটলেট থেকে বিনামূল্যে স্যামসাংয়ের অরিজিনাল কভার পাবেন।

নোট নাইন কেনার সময় ‘নেভার মাইন্ড’ অফারের আওতায় বাড়তি ১০০০ টাকা পরিশোধ করে ক্রেতারা একবার স্ত্রিন রিপ্লেসমেন্ট অফার গ্রহণ করতে পারবেন।
এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গ্যালাক্সি নোট নাইন ক্রয়ের অফারও রেখেছে স্যামসাং। গ্যালাক্সি নোট নাইন ক্রয়ের ক্ষেত্রে বিক্রয় পরবর্তী সেবার অংশ হিসেবে ফ্রি পিক অ্যান্ড ড্রপের অফার উপভোগ করতে পারবেন।

অনলাইনে নোট নাইন পাওয়া যাবে পিকাবু ডট কমে। পিকাবু থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫০০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করা যাবে।

এছাড়া জিপি সিম ব্যবহারকারীরা ৭ দিন মেয়াদী ৯ জিবি ইন্টারনেট অফার গ্রহণ করতে পারবেন। জিপি শপ কিংবা গ্রামীণফোন সেন্টার থেকে বাড়তি মাত্র ৯৯ টাকায় ৭ দিন মেয়াদী ৪ জিবি ইন্টারনেট বান্ডেল অফারসহ গ্যালাক্সি নোট নাইন কেনা যাবে।

রবি গ্রাহকরা নোট নাইন কিনে পাবেন ৩০ দিন মেয়াদী ৪ জিবি ইন্টারনেট। এর মধ্যে ২ জিবি যেকোনো নেটওয়ার্কে এবং ২ জিবি ফোরজি নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। রবি সিমসহ নোট নাইন ক্রয়ের ক্ষেত্রে ১০০ টাকা বা এর বেশি মাপের ডাটা প্যাক ক্রয় করলে ১০০% বোনাস পাওয়ার সুযোগ পাওয়া যাবে এবং এ ডাবল ইন্টারনেট অফারটি ৬ মাস উপভোগ করা যাবে।

নোট নাইনের সবচেয়ে আকর্ষনীয় ফিচার হচ্ছে এর এস পেন। আগের চেয়ে আরো বেশি কার্যকরভাবে তৈরি করা হয়েছে এবারের এস পেনটি। নোট নেয়ার কাজ থেকে শুরু করে ছবি তোলা, পাওয়ার পয়েন্ট স্লাইড পরিবর্তন, ইউটিউব প্লেবেক পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায় এটি দিয়ে।

অন্যদিকে নোট নাইনের ক্যামেরা এ যাবৎকালের যেকোনো নোট সিরিজের ডিভাইসগুলো থেকে নিঃসন্দেহে সেরা। রেগুলার, পোর্ট্রটে, প্যানারোমা এবং স্লোমো ছবি তোলার ক্ষেত্রে নোট নাইনের ক্যামেরা অতুলনীয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪০   ৮৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইসিটি’র আরও খবর


বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল ছবি প্রকাশ করল নাসা
বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সংস্কৃতির অদম্য শক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে : মোস্তাফা জব্বার
আওয়ামী লীগ প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে : পলক
প্রযুক্তি বাণিজ্যে বৈচিত্র্য আনতে চাই : আইসিটি প্রতিমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় ক্যাশলেস সোসাইটি আমাদের লক্ষ্য -টেলিযোগাযোগ মন্ত্রী
বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে - পলক
তৃণমূলে থাকা তারুণ্যের শক্তি দেখালো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
পঞ্চম শিল্প বিপ্লবেও আমরা নেতৃত্ব দেবো : টেলিযোগাযোগ মন্ত্রী
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি : পলক

আর্কাইভ