ভিন্নধর্মী আয়োজনে ইসলামের মহানুভবতা দেখল নিউইয়র্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভিন্নধর্মী আয়োজনে ইসলামের মহানুভবতা দেখল নিউইয়র্ক
সোমবার, ৪ এপ্রিল ২০২২



---

রমজান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) নিউইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন শত শত মুসলিম। এদিন প্রথম রোজা শেষে ইফতারের পর টাইমস স্কয়ারসহ আশপাশের এলাকায় প্রায় দেড় হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন মুসল্লিরা। মূলত শান্তির ধর্ম ইসলামের মহানুভবতা প্রচারের লক্ষ্যেই নেওয়া হয় ভিন্নধর্মী এমন উদ্যোগ।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। এই সমাবেশের অন্যতম আয়োজক এসকিউ সিবিএসকে বলেন, ‘মুসলমানদের জন্য রোজা কেবল না খেয়ে থাকা নয়। যারা খাদ্য নিরাপত্তাহীন বা খাবারের অভাবে থাকেন, তাদের কষ্ট অনুভব করাও রোজার অন্যতম উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘আমরা আসলে এটা করছি যাতে আমরা আমাদের স্রষ্টা ও পালনকর্তা আল্লাহর আরও সান্নিধ্য লাভ করতে পারি।’

একটি বিশেষ কারণে শহরের কেন্দ্রস্থলে তারাবিহ নামাজ আদায় ও ইফতার করার কথা ‍উল্লেখ করে সিবিএসের সাংবাদিক লিয়া মিশকিনকে এসকিউ বলেন, ‘আমরা এখানে তাদের সকলকে আমাদের ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে এসেছি যারা জানেন না ইসলাম কী। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম একতা ও অহিংসার প্রচার করে।’

টাইমস স্কয়ারে উপস্থিত এক মুসল্লি বলেন, ‘ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। সকল সংস্কৃতি, সকল ধর্মেই কিছু পাগল মানুষ আছে। কিন্তু কোনো ব্যক্তি বা ছোট দল সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করে না। আমরা নামাজ, রোজা, ভালো কাজ করতে, দান করতে মানুষকে উৎসাহিত করছি।’

এসকিউ বলেন, ‘মুসলিম, খ্রিষ্টান, ইহুদি সবাইকে বিচ্ছিন্ন করার চেষ্টা বন্ধ করতে হবে। এটা বন্ধ করা দরকার। আমরা সবাই এক।’

বাংলাদেশ সময়: ১৪:০৫:৪৩   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ