ভালো আর্টিস্ট হতে চান জেসমিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভালো আর্টিস্ট হতে চান জেসমিন
মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮



শোবিজ জগতের নতুন তারকা জেসমিন মৌসুমী। যিনি একাধারে উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। ২০১৬ সালের জুনে মিডিয়াতে পর্দাপন করলেও তিনি কাজ শুরু করেন ২০১৭ সাল থেকে। অল্প দিনের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন জেসমিন। উপস্থাপনা, মডেলিং ও নৃত্য দিয়ে ইতিমধ্যে নিজের পায়ের তলার জমি পাকা করে নিয়েছেন এ তারকা।

হালের নতুন এ সেনসেশন জেসমিনের পরবর্তী স্বপ্ন একজন ভালো অভিনেত্রী হওয়া। ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। কাজ করেছেন অনেকগুলো মিউজিক ভিডিওতেও। এমনকী, টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে। মঙ্গলবার ঢাকাটাইমসকে জেসমিন জানালেন, সুযোগ পেলে তিনি সিনেমাতেও অভিনয় করতে চান।

অভিনেত্রী আরও বলেন, ‘ভালো একজন আর্টিস্ট হতে চাই। সব ধরণের কাজের সঙ্গেই নিজেকে মানিয়ে নিতে চাই। অ্যাঙ্করিংটা বরাবরই ভালো লাগে আর নাচটা তো ছোটবেলা থেকেই করছি। সম্প্রতি আরএফএলের একটি বিজ্ঞাপন ও ভিচ্যুয়ালে কাজ করেছি।’

উপস্থাপনা ও নাচের মতো জেসমিন যে অভিনয়েও পারদর্শী সেটার প্রমাণ মিলেছিল চলতি বছরের নারী দিবসে। সে সময় ব্যতিক্রমী একটি শর্টফিল্মে অভিনয় করেন তিনি। যেখানে পুরোদুস্তুর একজন ফুল বিক্রেতার ভূমিকায় দেখা যায় তাকে। যার কাজ হচ্ছে থেমে থাকা গাড়ির জানালায় গিয়ে ফুল কিনতে অনুরোধ করা। প্রতিদিন ঠিক যেমন দৃশ্যের দেখা মেলে রাজধানীর প্রতিটি ব্যস্ত রোডে।

তা ছাড়া জেসমিন ইন্ডাস্ট্রির মানুষদের কাছেও বেশ জনপ্রিয়। গত ২২ সেপ্টেম্বর তার জন্মদিনে সেটারও প্রমাণ মেলে। এদিন রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সায়ানা’স কিচেনে জাঁকজমকভাবে তার জন্মদিনের অনুষ্ঠান পালিত হয়। সেখানে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী মনিরা মিঠু, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার ও কণ্ঠশিল্পী প্রত্যয় খানসহ বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:১৮   ৮৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ