রণবীর-আলিয়ার বিয়ে এ মাসেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » রণবীর-আলিয়ার বিয়ে এ মাসেই
রবিবার, ৩ এপ্রিল ২০২২



---

শত জল্পনার অবসান হতে যাচ্ছে। চলতি মাস তথা এপ্রিলেই বিয়ে করতে চলেছেন বলিউডের বহুল আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এপ্রিলের তৃতীয় সপ্তাহে গাঁটছড়া বাঁধতে পারেন তারা। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

কয়েকদিন আগে শোনা গিয়েছিল, রণবীর-আলিয়া অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর তারা বিয়ে করবেন। তবে সদ্য প্রকাশ্যে আসা খবরে জানা গেল, অতো বিলম্ব নয়; চলতি মাসেই শুভ কাজটা সেরে নেবেন রালিয়া।

ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য শাদি স্কোয়াড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভাড়া করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগেই যেন সব কাজ মিটিয়ে নেন।

অন্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং নয়, রণবীর-আলিয়া মুম্বাইতেই মালাবদল করবেন। এক্ষেত্রে বিয়ের স্থান হবে বিখ্যাত ‘আরকে’ হাউজ তথা রণবীরদের বাড়ি। যেখানে ১৯৮০ সালে বিয়ে করেছিলেন রণবীরের বাবা-মা অর্থাৎ ঋষি কাপুর ও নীতু কাপুর।

বিয়েতে কাপুর ও ভাট দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। আর থাকবেন বলিউডের কয়েকজন তারকা। সবমিলিয়ে অতিথির সংখ্যা ৪৫০ জন।

বিয়ের পাকা কথা হওয়ার সময় দুই পরিবার ভেবেছিল এপ্রিলের শেষে রণবীর-আলিয়ার চার হাত এক হবে। তবে আলিয়ার দাদা নরেন্দ্রনাথ রাজদানের অসুস্থতার কারণে সময় এগিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের প্রেম প্রথম প্রকাশ্যে আসে ২০১৮ সালে সোনম কাপুরের বিয়েতে। সেখানে তারা হাতে হাত রেখে একসঙ্গে হাজির হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০৯:৩৮   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ