বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের
শনিবার, ২ এপ্রিল ২০২২



---

আন্দোলনের ডাক না দিয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে তিনি বলেছেন, বিএনপির দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে অভ্যুত্থানের হুমকি দিচ্ছে।

এদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতীয় সরকার গঠন করে বেগম জিয়াকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (২ এপ্রিল) সকালে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

আগামী বছর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও সংসদ নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করতে কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যায়ে সদস্যপদ নবায়ন শুরু করেছে আওয়ামী লীগ। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতৃত্ব-সংকটে ভুগছে বলেই জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের কারাদণ্ডপ্রাপ্ত নেতাকে দেশে ফিরিয়ে আনতে অপচেষ্টা চালাচ্ছে।

কাদের বলেন, ‘বিএনপি যাকে আন্দোলনের নেতা বলছে, সে তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। জনগণ সে রকম একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ফিরিয়ে আনতে কেন অভ্যুত্থান হবে, কেন গণ-অভ্যুত্থান করতে হবে। আমরা বরং প্রকৃত সত্য তুলে ধরে জনগণকে বিএনপির মিথ্যাচার আর বিভ্রান্তি থেকে মুক্ত করতে চেয়েছি।’

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম আবারও অভিযোগ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছে।

তিনি বলেন, যেসব দল তাদের সঙ্গে একীভূত হবে, যেসব দল ঐক্যবদ্ধ হবে, তাদের নিয়ে খুচরা দল যাই হোক, নেতৃত্বশূন্য দল হোক আর জনসম্পৃক্ত দলই হোক আর নাই হোক, তাদের নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবেন। আর সেই জাতীয় সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। খালেদা জিয়াকে মাইনাস করে আজ তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে জাতীয় সরকার গঠন করবেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, বিএনপি সারা দেশে সভা-সমাবেশের নামে সহিংসতা করার অপচেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫২   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ