দিনের শুরুতেই ফিরে গেলেন তাসকিন

প্রথম পাতা » খেলা » দিনের শুরুতেই ফিরে গেলেন তাসকিন
শনিবার, ২ এপ্রিল ২০২২



---

ডারবান টেস্টের তৃতীয় দিনের শুরুতেই নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা তাসকিন আহমেদের উইকেট হারাল বাংলাদেশ। উইলিয়ামসের বলে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০১ রান।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে প্রাপ্তির হিসাব মেলাতে গেলে সেখানে একটা জিনিসই হয়তো খুঁজে যাওয়া যাবে। মাহমুদুল হাসান জয়ের ইনিংস, ১৪১ বলে দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে অপরাজিত তিনি। জয় ছাড়া টপ অর্ডারের চার ব্যাটারই হয়েছেন ব্যর্থ।

টাইগারদের ব্যর্থতার তালিকাটা শুরু হয় সাদমান ইসলামকে দিয়ে। দলীয় ২৫ রানে আউট হয়েছিলেন এই ওপেনার। তাকে সরাসরি আউট করেন সিমন হারমার। ফেরার আগে ৩৩ বলে ৯ রান করেন সাদমান। তিনি আউট হওয়ার পর বাংলাদেশকে টানছিলেন জয় ও শান্ত।

শুরুতে শান্ত ওয়ানডে স্টাইলে খেলতে থাকলেও সময় যত গড়ায় তত টেস্ট মেজাজি হচ্ছিলেন তিনি। মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত মিলে অর্ধশত রানের জুটিও গড়েছিলেন। কিন্তু ৮৭ বলে ২ চার ও ২ ছয়ে তার নামের পাশে যখন ৩৮ রান, তখন শান্তকে শিকারে পরিণত করেন হারমার।

দলীয় ৮০ রানে বিদায় নেন শান্ত। স্কোর বোর্ডে আর রান যোগ হতে না হতে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মুমিনুল হকও। ক্রিজে এসে ৮ বল খেলেছিলেন তিনি। কোনো রানই তুলতে পারেননি নামের পাশে। বাংলাদেশ ক্যাপ্টেনকে কিগান পিটারসেনের ক্যাচ বানান সেই হারমারই। মুমিনুল আউট হলে মুশফিকুর রহিম জয়কে সঙ্গ দিতে এসেছিলেন। তবে তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। হারমারের শিকার হয়ে ব্যক্তিগত ৭ রানে মাঠ ছাড়েন তিনি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ অলআউট করেছিল ৩৬৭ রানে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৮   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ