টাঙ্গাইলে পিকআপ ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত আহত ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে পিকআপ ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত আহত ৬
শুক্রবার, ১ এপ্রিল ২০২২



---

জেলার কালিহাতীতে আজ সকালে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলো- কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও ইজিবাইক চালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীরবাসিন্দা গ্রামের রীনা বেগম (৩০)।
আহতরা হলো- কালিহাতী পৌরসভার চামুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইদ্রিস (৫০), উত্তরবঙ্গের রৌমারী গ্রামের আওয়ালের মেয়ে লতা (৪০), লালমনিরহাটের নীলকান্দের ছেলে ভবেন (৫০), তার স্ত্রী গীতা রানী (৪০), একই এলাকার আনেশ্বরের মেয়ে তাপসী (৬) ও আফসার আলীর ছেলে মিলন।
পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী শহরের আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে ইজিবাইকটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ হামিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী উপজেলা সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে পিকআপটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৬ জন আহত হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল¬া আজিজুর রহমান জানান, পিকআপ ভ্যান চালক পলাতক রয়েছে। পিকআপ ও ইজিবাইকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৯   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ