খালেদের জোড়া শিকারে বাংলাদেশের দাপট

প্রথম পাতা » খেলা » খালেদের জোড়া শিকারে বাংলাদেশের দাপট
শুক্রবার, ১ এপ্রিল ২০২২



---

গতকাল ডারবান টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান। আজ (১ এপ্রিল) দ্বিতীয় দিন সকালে আবারও ব্যাটিংয়ে নেমেছে তারা। আর তাতে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন পেসার খালেদ আহমেদ।

দলীয় ৮৩তম ও নিজের ১৬তম ওভার করতে এসে দ্বিতীয় বলেই কাইল ভেরেইনেকে ফিরিয়ে দেন খালেদ। তার গুড লেন্সের বলটি ইনসুইং হয়ে সরাসরি ভেরেইনের পায়ে লাগে। এলবিডব্লিউর আবেদন করলে সঙ্গে সঙ্গেই আউট দিয়ে দেন আম্পায়ার। আউট হওয়ার আগে ২৮ রান করেছেন তিনি। এর পরের বলে আবারও উইকেট। এবার আউটসুইংয়ে উইয়ান মুলদারকে বোকা বানান খালেদ।

বলটি মুলদারের ব্যাটে লেগে স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে চলে যায়। রানের খাতা খেলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। এই রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৫১ রান। টেম্বা বাভুমা ৬৬ ও কেশাভ মহারাজ ৪ রানে অপরাজিত আছেন।

এর আগে গতকালও বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সিলেটের এই পেসার। বাকি দুটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। অন্যটি রানআউট।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৩৭   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ