আধাঘণ্টা অপেক্ষার পর খেলা শুরু, ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » আধাঘণ্টা অপেক্ষার পর খেলা শুরু, ফিল্ডিংয়ে বাংলাদেশ
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২



---

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্টের লড়াই। চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ টেস্ট সিরিজ প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) প্রোটিয়াদের মুখোমুখি বাংলাদেশ দল। যেখানে টস জিতে ফিল্ডিংয়ে নামা টাইগার একাদশে একাধিক পরিবর্তন। সবশেষ নিউজিল্যান্ড টেস্টের একাদশ থেকে বদল এসেছে ৩টি।

দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ডাক পেলেও ইনজুরির কারণে একাদশে নেই তামিম ইকবাল। যদিও এই সিরিজ শুরুর আগে বুধবার অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, তামিম ইনিংস শুরু করবেন। তবে ইনজুরি কাটিয়ে টেস্ট একাদশে ফিরেছেন মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডে সবশেষ টেস্টে ছিলেন না তারা।

এদিকে পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেই তরুণ পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় নিয়েছেন পেসার খালেদ আহমেদ।

আগের টেস্টের একাদশে থাকা নাঈম শেখ এবার টেস্ট দলেই জায়গা পাননি। সঙ্গে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। সাকিব না থাকলেও বাঁহাতি স্পিনার খেলাচ্ছে না সফরকারীরা। নিউজিল্যান্ড সিরিজের মতো ৩ পেসার আর ১ স্পিনার নিয়েই সাজিয়েছে একাদশ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বী, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইন্নে, কেশব মহারাজ, হার্মার, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৫:৩০:২০   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ