মার্কিন নাগরিকদের আটকে রাখতে পারে রাশিয়া!

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন নাগরিকদের আটকে রাখতে পারে রাশিয়া!
বুধবার, ৩০ মার্চ ২০২২



---

রাশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আমেরিকানদের ‘আটকে রাখতে পারে’ মস্কো।

হয়রানির সম্ভাবনার কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার বা ‘অবিলম্বে’ রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। নিজ নাগরিকদের রাশিয়ার ‘স্থানীয় আইনের স্বৈরাচারী প্রয়োগ’ সম্পর্কেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

মার্কিন নাগরিকদের উদ্দেশে নির্দেশনায় আরও বলা হয়, ‘রাশিয়া ত্যাগ করতে চাইলে যত দ্রুত সম্ভব নিজ ব্যবস্থাপনায় আপনাদের তা করা উচিত।’

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার কয়েক দিন পরই দেশটিতে নিজেদের দূতাবাস ও কনস্যুলেটের কার্যক্রম স্থগিত করে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটি। এরই মধ্যে কমতে শুরু করেছে রুবলের (রুশ মুদ্রা) দাম।

আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকেও রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছে পশ্চিমা দেশগুলো। এসব নিষেধাজ্ঞার ফলে রাশিয়া কতটা সমস্যার মুখে পড়বে তা নিয়ে চলছে হিসাব-নিকাশ।

কিয়েভে সামরিক অভিযান চালানোর জেরেই মূলত রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসছে। সম্প্রতি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে, এসব নিষেধাজ্ঞার ফলে এরই মধ্যে আর্থিক সংকটের মুখে পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতি।

নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার মুদ্রা রুবলের দাম কমতে থাকায় সাময়িক ক্ষতি কাটিয়ে উঠতে সুদের হার সাড়ে ৯ শতাংশ থেকে ২০ শতাংশ বাড়িয়েছে মস্কো। এদিকে ব্যাপক আকারে দরপতনের ভয়ে বন্ধ রাখা হয়েছে শেয়ারবাজারও।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া তেল ও গ্যাস রপ্তানির জন্য সুইফট সিস্টেমের ওপর অনেক বেশি নির্ভরশীল। সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দেওয়ার প্রভাব পড়বে দেশটির ব্যাংকিং নেটওয়ার্কে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৮   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ