জেলা প্রতিষ্ঠার ২০০ বছর উদ্‌যাপন করবে নোয়াখালী

প্রথম পাতা » চট্রগ্রাম » জেলা প্রতিষ্ঠার ২০০ বছর উদ্‌যাপন করবে নোয়াখালী
বুধবার, ৩০ মার্চ ২০২২



---

নোয়াখালী জেলার ২০০ বছরপূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ মে দুদিনব্যাপী ‘নোয়াখালী উৎসব’ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলে এ উপলক্ষে সূচনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী উৎসব কমিটির আহ্বায়ক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল, কবি আবুল বাশার, শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, কবি বদরুল হায়দার, ডা. বায়েজিদ, গবেষক আবদুল্যাহ আল মামুন, নারীনেত্রী লায়লা পারভীন, অ্যাডভোকেট-গবেষক গোলাম আকবর, সংস্কৃতিকর্মী মিঠুন মজুমদার প্রমুখ।

সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বিশিষ্টজনদের উপস্থিতিতে বছরব্যাপী নানা কর্মসূচি নির্ধারণ করা হয়।
কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালী উৎসব কমিটির আহ্বায়ক আবদুল আউয়াল, প্রফেসর মাঈন উদ্দিন পাঠান ও ডা. বায়েজিদকে কো-চেয়ারম্যান করে ১০১ সদস্যের নাগরিক এবং ১৩ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

মতবিনিময় সভায় জানানো হয়, নোয়াখালী উৎসবে বৃহত্তর নোয়াখালীর শিল্পী, সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তি উপস্থিত থাকবেন।

এ ছাড়া ঐতিহ্যভিত্তিক শোভাযাত্রা, আলোচনাসভা, ছয়টি বিষয়ে সেমিনার-সিম্পোজিয়াম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নোয়াখালীর কথাশিল্পীদের প্রকাশনার প্রদর্শনী, জেলার ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক চিত্রপ্রদর্শনী, শিল্পীদের আঁকা ছবি, তথ্যচিত্র প্রদর্শনী, জেলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশনা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৪১   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ