ভুল স্বীকার করেছেন আইসিসি প্যানেলের আম্পায়ার মুকুল

প্রথম পাতা » খেলা » ভুল স্বীকার করেছেন আইসিসি প্যানেলের আম্পায়ার মুকুল
বুধবার, ৩০ মার্চ ২০২২



---

ডিপিএলে আবাহনী-খেলাঘর ম্যাচে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের বিষয়ে আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে ব্যাখ্যা চেয়েছিল বিসিবি। অফিসিয়াল ইমেইলে ওই আম্পায়ার নিজের ভুল স্বীকার করেছেন। এমনটাই জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। তার মতে, এমন বিতর্ক কাটিয়ে উঠতে না পারলে আইসিসির কাছে ভাবমূর্তি নষ্ট হবে। পাশাপাশি, দেশি আম্পায়ারদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়া আরও কঠিন হবে।

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-খেলাঘর ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আবাহনীর স্পিনার আরাফাত সানির ডেলিভারিতে ডিফেন্স করেন খেলাঘরের ব্যাটার হাসানুজ্জামান। খালি চোখে দেখে মনে হয় ব্যাটেই লেগেছিল বলটি। তবে, আবাহনীর বোলার-ফিল্ডাররা কোনো আপিল না করলেও, তাৎক্ষণিকভাবে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত জানান ওই আম্পায়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত হলে, ঘটনাটি খতিয়ে দেখে আম্পায়ার্স কমিটি।

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলেন, ‘আমরা ইমিডিয়েটলি যেটা করেছি, মুকুল, যিনি আইসিসি আম্পায়ার্স প্যানেলের, ওয়ান অব দ্য বেস্ট আম্পায়ার অব আওয়ার কান্ট্রি, তাকে আমরা অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি জিজ্ঞেস করেছি। লিখিতভাবে তাকে মেইলে জিজ্ঞেস করা হয়েছে এবং সে ভেরি সিম্পলি উত্তর দিয়েছে যে, হি হ্যাজ মেড অ্যা মিসটেক …এবং সে যেটা মনে করে, তার কনসেনট্রেশন ল্যাপস ছিল।’

আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশি চার আম্পায়ারের একজন মাসুদুর রহমান। দেশের অভিজ্ঞ আম্পায়ারদের কাছ থেকে আরও বেশি দায়িত্বশীলতা আশা করেন কমিটির প্রধান।

‘আইসিসি তো আমাদের ডেফিনিটলি মনিটর করছে। সোশ্যাল মিডিয়াতে যেটা চলে যাবে…এসব ডিশিসন, তাতে বাংলাদেশের আম্পায়ারদের ভাবমূর্তি ডেফিনিটলি আমি মনে করি, ইট উইল নট বি অ্যা গুড সাইন। আমাদের আম্পায়াররা চায় ওনারা ওয়ার্ল্ড কাপে যাবে। আমার কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে যাতে আমরা এটা চেষ্টা করি, কিন্তু এরকম যদি ওনারা ডিশিসন দেয়, তাহলে তো ইট ইজ ভেরি ডিফিক্যাল্ট।’

নতুন কমিটির মুখে আম্পায়ারিংয়ের পুরানো কালিমা মুছে ফেলার প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে হালকাভাবে দেখার সুযোগ নেই কোনোকিছুই, বলছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১২:৪৯:২৬   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ