প্রথমবারের মতো ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস’ এ দীপিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথমবারের মতো ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস’ এ দীপিকা
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২



---

এটি একধরনের আন্তর্জাতিক স্বীকৃতিবিশেষ, যেখানে বছরের গুরুত্বপূর্ণ ও আলোচিত ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করা হয়। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘দ্য টাইম ম্যাগাজিন’র কথা। সম্প্রতি ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস’ এর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘দ্য টাইম ম্যাগাজিন’। ২০২২ সালের এই তালিকায় স্থান পেয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন।

সোমবার (২৮ মার্চ) দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়। টাইম ম্যাগাজিনের বরাতে জানা গেছে, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের সুবাদে এই তালিকায় স্থান পেয়েছেন তিনি।

‘লিভ লাভ লাফ’ নামে একটি অলাভজনক সংস্থার সঙ্গে জড়িত দীপিকা। সেখানে বিনামূল্যে মানসিক চিকিৎসা করানো হয়। এছাড়াও বিনামূল্যে কাউন্সেলিংয়ের পাশাপাশি প্রাথমিকভাবে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ করে প্রশিক্ষণের ব্যবস্থাও করে সংস্থাটি।

শুধু তাই নয়, ২০১৫ সাল থেকে মানসিক স্বাস্থ্য গবেষণার জন্য সংস্থাটির মাধ্যমে অর্থায়নও করে আসছেন দীপিকা। কর্ণাটক, উড়িষ্যা এবং তামিল নাড়ুর চারটি অঞ্চলে প্রায় ২ হাজার ব্যক্তিকে জীবিকা নির্ধারণের প্রশিক্ষণে যুক্ত রয়েছে দীপিকার ‘লিভ লাভ লাফ’।

টাইম ম্যাগাজিনের এ সম্মাননায় অভিভূত দীপিকা বক্তব্যে নিজের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, টাইম সাময়িকীর এই স্বীকৃতি সমাজসেবামূলক কাজে আমার চেষ্টা ও পরিশ্রমকে স্বার্থক করেছে।

সূত্র: দ্য টাইম ম্যাগাজিন

বাংলাদেশ সময়: ১৪:৫৭:০৮   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ