পেঁয়াজ আমদানিতে দাম কমেছে, লোকসানে কৃষক

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » পেঁয়াজ আমদানিতে দাম কমেছে, লোকসানে কৃষক
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২



---

মানিকগঞ্জে পেঁয়াজের দাম পড়ে গেছে। জেলার সবচেয়ে বড় হাট বরংগাইলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ থেকে ২২ টাকায়। এতে কৃষকদের লোকাসান গুনতে হচ্ছে। উৎপাদন মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণেই এ দরপতন বলে জানান ব্যবসায়ীরা।

মানিকগঞ্জের বরংগাইল হাটে সকাল থেকেই পেঁয়াজ নিয়ে আসেন কৃষকরা। বাজারে মণপ্রতি ৭০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম কম হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে পেঁয়াজ বিক্রি করতে পারছেন না।

কৃষকরা জানান, চলতি মৌসুমে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ৩২ থেকে ৩৪ টাকা খরচ হয়েছে। চলতি মাসের শুরুর দিকে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা বিক্রি হলেও বিদেশি পেঁয়াজ আমদানিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

পেঁয়াজের দাম কমে যাওয়া উৎপাদন খরচও না ওঠার দাবি করে কৃষকরা বলেন, যদি পেঁয়াজের দাম ৬০০ থেকে ৭০০ টাকা মণ থাকে, তাহলে বাংলাদেশের কৃষক বাঁচবে না। সরকারের পেঁয়াজ আমদানি করায় আমরা পেঁয়াজের দাম একদমই পাচ্ছি না।

মার্চ থেকে জুন মাস পেঁয়াজের ভরা মৌসুম। তাই এ সময় বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে ক্ষুব্ধ আড়তদার ও ব্যবসায়ীরা। এ বিষয়ে মানিকগঞ্জের বরংগাইল আড়ত সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দীকুর রহমান বলেন, বাজারে কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছেন না। আমরা সরকারকে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার অনুরোধ করছি।

উল্লেখ্য, জেলার ৬ হাজার হেক্টর জমিতে চলতি বছর ৮০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৫৭   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে সৌরবিদ্যুৎ সেচে সহযোগিতা করবে জার্মানি
‘ভোজ্যতেল আমদানি করতে বছরে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়’
কম খরচে বেশি লাভ সরিষার আবাদে
জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে
কুমিল্লায় রোপা আমনের মাঠে সবুজ হাসি
ইতিহাসের এই দিনে
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালয়েশিয়ায় ‘সিরাহ কনফারেন্স’ অনুষ্ঠিত
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার: শেখ হাসিনা
৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার
বাংলাদেশের পরিস্থিতি অবগত আছি : জাপানের রাষ্ট্রদূত

আর্কাইভ