বিশ্বে করোনার দাপট কমছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনার দাপট কমছে
সোমবার, ২৮ মার্চ ২০২২



---

কিছু দিন আগেও করোনার দাপটে টালমাটাল ছিল বিশ্ব। তবে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকাকরণের ফলে সম্প্রতি বিশ্বব্যাপী কমে এসেছে করোনার তাণ্ডব। গত কয়েকদিন ধরে আক্রান্ত-মৃত্যু কমতির দিকে।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৯ হাজার ৫১২ জন। এ সময় মারা গেছেন আরও ২ হাজার ৩২৬ জন।

আগের দিন রোববার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১২ লাখ ২৯ হাজার ৬৭০ জন। এ সময় মারা যান ৩ হাজার ৬৫ জন। এর আগে শনিবার (২৬ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৫৬৬ জনের। যা আগের দিনের চেয়ে কিছুটা কম। আগের দিন শুক্রবার (২৫ মার্চ) সকরোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৯৪ হাজার ৩১৮ জন। এ সময় মৃত্যৃ হয়েছিল ৪ হাজার ৮৩০ জনের। এর আগে গত কয়েক দিন ধরেই আক্রান্ত ও মৃত্যু নিম্নমুখী।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৯১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ২৬৬ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৪৭ হাজার ৮৮০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ ২১ হাজার ৮৮৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩ হাজার ৪৬৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৫১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৪১৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৮ হাজার ৯২৬ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৬৭২ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬ লাখ ৯১ হাজার ১২৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৪৫৪ জন।

আক্রান্তের তালিকায় জার্মানি ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বাংলাদেশ সময়: ১০:৪৯:৩৫   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ