২৮৭ দিন পর মাঠে ফিরেই এরিকসেনের গোল

প্রথম পাতা » খেলা » ২৮৭ দিন পর মাঠে ফিরেই এরিকসেনের গোল
রবিবার, ২৭ মার্চ ২০২২



---

ইউরোর পর আবারো ২৮৭ দিন পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন ডেনমার্কের খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেন। আর জাতীয় দলে ফিরেই গোলও পেয়ে গেলেন। তবে নেদারল্যান্ডসের কাছে তার দল হারল ৪-২ গোলে।

শনিবার (২৬ মার্চ) রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। ম্যাচের ১৬তম মিনিটে স্বাগতিক নেদারল্যান্ডসকে এগিয়ে দেন বার্গভিজন। এরপর দলকে অবশ্য সমতায় ফেরান ভেস্টারগার্ড। তবে একপেশে ম্যাচ খেলে প্রথম হাফেই ৩-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধে নেমেই গোল পেয়ে যান এরিকসেন। তবে এরপর ৭১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন বার্গভিজন।

গত ইউরোর তৃতীয় ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের ম্যাচের প্রথমার্ধে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন এরিকসেন। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসার পর মাঠ থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর তার শরীরে বসানো হয় ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি), যা তাকে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে।

এই আইসিডির কারণে ইন্টার মিলানের সঙ্গে চুক্তিও বাতিল হয়ে যায়। গত জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে আধ মৌসুমের জন্য তিনি চুক্তিবদ্ধ হন ব্রেন্টফোর্ডের। গেল ১৫ মার্চ ডাক পান জাতীয় দলে। এরপর গতরাতে মাঠে নামেন এরিকসেন। নেমেই রাতটাকে স্মরণীয় করে রাখলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৩০:১৬   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ