গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
শুক্রবার, ২৫ মার্চ ২০২২



---

ইতিহাসের মহানায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৬৬ সাল থেকে ১৯৭১ এর ছাত্রলীগ নেতৃবৃন্দ অনেকেই দেখেছেন খুব কাছ থেকে। বঙ্গবন্ধুর একান্ত সান্নিধ্যে আসার সুযোগও হয়েছিল কারো কারো। মহান এই নেতার স্নেহধন্য তৎকালীন ছাত্রনেতারা বঙ্গবন্ধুকে রেখেছেন তাদের মনের মণিকোঠায়।

বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, মাঝিগাতী ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর মুকুল খা, মিজবাহ উদ্দিন হাসান, লুৎফর রহমান লুথু বঙ্গবন্ধুর সংস্পর্শে যাওয়ার স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, বঙ্গবন্ধু সাইকেলে চড়ে ঘুরেছেন গোপালগঞ্জের গ্রাম গ্রামান্তরে, মানুষের দুঃখ কষ্টের খোঁজ নিয়েছেন। অসুস্থ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে দেখতে ছুটে গেছেন। বঙ্গবন্ধু যখনই গোপালগঞ্জে এসেছেন একটু জানাজানিতে হাজারো মানুষের ঢল নেমেছে রাস্তায়। বঙ্গবন্ধু যখনই গোপালগঞ্জে আসতেন, তখনই ছাত্রনেতারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতেন। বঙ্গবন্ধু কারো ছিলেন মুজিব ভাই, কারো খোকা, আবার দাদু ভাই বলে ডাকতেন অনেকে। ছয় দফা আন্দোলনেও এই ছাত্র নেতাদের ভূমিকা ছিল অপরিসীম।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে ১৯৬৬ থেকে ১৯৭১ এর ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর স্মৃতিচারণের এ অনুষ্ঠান হয়।

মিজবাহ উদ্দিন হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত বালা, আশরাফ আলী খান, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, অজিৎ কুমার দাস, মহাদেব চন্দ্র বিশ্বাস, মুজিবুর রহমান, এসএম জালাল উদ্দিন, আকরাম আলী, জিয়া উদ্দিন খান, শেখ ফরিদ আহমেদ, আবদুল হানান শেখ, এসএম আবুল খায়ের, মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, দেলোয়ার হোসেন মিলু, আহম্মেদ মুজিবুর রহমান মোল্যা, কে এম নুরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১০:১৪   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ