যুব এশিয়া কাপের সময়সূচি

প্রথম পাতা » খেলা » যুব এশিয়া কাপের সময়সূচি
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮



---চলতি মাসেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০১৮। যুব এশিয়া কাপের সময়সূচি সোমবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের এবারের আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ সহ মোট আটটি দল। সূচি অনুযায়ী পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের সাথে গ্রুপ ‘বি’তে রয়েছে স্বাগিতক বাংলাদেশ। অপরদিকে গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অনূর্ধ্ব ১৯ দল।

পাঁচটি ভেন্যুতে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের প্রতিযোগিতা শেষ হবে ৭ অক্টোবর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।

এক নজরে সময়সূচি-

২৯ সেপ্টেম্বর- আফগানিস্তান বনাম আরব আমিরাত, বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা। ভারত বনাম নেপাল, বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা। পাকিস্তান বনাম হংকং, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

৩০ সেপ্টেম্বর- ভারত বনাম আরব আমিরাত, বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা। শ্রীলঙ্কা বনাম হংকং, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

১ অক্টোবর- আফগানিস্তান বনাম নেপাল, বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা। বাংলাদেশ বনাম পাকিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

২ অক্টোবর- আফগানিস্তান বনাম ভারত, বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা। নেপাল বনাম আরব আমিরাত, বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ বনাম হংকং, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

৪ অক্টোবর- সেমিফাইনাল ১ (গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, গ্রুপ ‘ব ই’ রানার্স-আপ), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

৫ অক্টোবর- সেমিফাইনাল ২ (গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ),শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

৭ অক্টোবর- ফাইনাল (সেমিফাইনাল ১ বিজয়ী বনাম সেমিফাইনাল ২ বিজয়ী),শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৪   ৫১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ