ব্যস্ত সড়কে টিপুকে মারতে ১২ রাউন্ড গুলি, যার ১০টি লেগেছে শরীরে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যস্ত সড়কে টিপুকে মারতে ১২ রাউন্ড গুলি, যার ১০টি লেগেছে শরীরে
শুক্রবার, ২৫ মার্চ ২০২২



---

মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে। এর কয়েক দিন পর বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো তাকে।

পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে জাহিদুল ইসলামকে। এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে ধারণা তাদের। আর পুলিশ বলছে, টার্গেটের খুব কাছ থেকে পরপর ১২ রাউন্ড গুলি করা হয়েছে। যার মধ্যে ১০টি গুলি ভেদ করে জাহিদুল ইসলাম টিপুর শরীর। দোষীদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার সময়ের সিসিটিভির ফুটেজে দেখা যায়, আমতলা মসজিদের কাছে খিলগাঁও রেলগেটের সিগনালে দাঁড়িয়ে থাকা সাদা মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলের এক আরোহী নেমে গাড়ির মধ্যে থাকা আওয়ামী লীগ নেতা জাহিদুলের ওপর গুলি চালায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেছেন।

পুলিশ জানায়, কয়েক দিন আগে কে বা কারা মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছিল নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপুকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সকালে শাহজাহানপুর থানায় করা মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি হিসেবে মামলা করেছেন ডলি। বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় নিহত টিপুর গাড়িচালক নুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। টিপু স্থানীয় ক্রীড়া সংগঠক এবং আইডিয়াল কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন।

এদিকে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও তার গাড়িচালককে গুলি করে পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে দুর্বৃত্তরা। আর এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ও রিকশা আরোহী সামিয়া জামান প্রীতি। এমন মৃত্যুতে দিশেহারা তার পরিবার। এলাকাবাসী বলছেন, রাজনৈতিক সহিংসতার বলি হয়েছেন প্রীতি। এর সুষ্ঠু বিচার চান তারাও।
নিহত জাহিদুল ইসলাম মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা ও মিল্কী হত্যা মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০১   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ