আইএফপিআরআই আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান কৃষিক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইএফপিআরআই আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান কৃষিক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে - স্পীকার
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২



---

ঢাকা, ২৪ মার্চ ২০২২: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কৃষিক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। ফলে, গৃহস্থালী থেকে শুরু করে সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সক্ষমতা বেড়েছে। এক্ষেত্রে, আইএফপিআরআই আয়োজিত আজকের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান আরো কার্যকরী ভূমিকা রাখবে।

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইএফপিআরআই)-এর উদ্যোগে আয়োজিত ‘ইউএন কমিটি অন দ্যা স্ট্যাটাস অফ উইমেন টু সেলিব্রেট টেন্থ ইয়ার অফ দ্যা উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন এগ্রিকালচার ইন্ডেক্স’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূচনা করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশুদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষি মন্ত্রণালয় অনেক আগেই লিঙ্গ সমতা, কৃষি ও পুষ্টির মাঝে সমন্বয় সাধনের জন্য ‘এঞ্জেল’ পাইলট প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটির মাধ্যমে স্বামী ও স্ত্রীকে সমানভাবে কৃষি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নারী-পুরুষদের সমানভাবে কৃষিকাজে অন্তর্ভুক্ত হওয়ার পথ সুগম হয়েছে।

স্পীকার বলেন, নারীর প্রতি সহিংসতা , প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য সমতাভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠা ইত্যাদি চ্যালেঞ্জগুলো দূর করে নারীদের সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটি দেশে লিঙ্গসমতাভিত্তিক নীতি ও আইন প্রণয়ন জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ব্যক্তিগণ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৩   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ