ধোনির পর নতুন অধিনায়ক পেল চেন্নাই

প্রথম পাতা » খেলা » ধোনির পর নতুন অধিনায়ক পেল চেন্নাই
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২



---

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার (২৪ মার্চ) নেতৃত্ব ছাড়ার কথা বলেছেন ক্যাপ্টেন কুল। তার জায়গায় চেন্নাইয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র জাদেজা। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন চেন্নাইয়ের সিইও কাসি বিশ্বনাথন।

আইপিএলে শুরুর মৌসুম থেকে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। তবে এবার আর অধিনায়ক থাকার ইচ্ছা নেই তার। ফ্র্যাঞ্জাইজিকে এ কথা জানিয়েছেন ধোনি নিজেই। ফলে চেন্নাই এ দায়িত্ব দিয়েছে ইনফর্ম অলরাউন্ডার জাদেজার কাঁধে।

এ সম্পর্কে বিশ্বনাথন ক্রিকইনফোকে বলেন, ধোনি এ ব্যাপারে (নেতৃত্ব ছেড়ে দেওয়া) ভাবছিল। সে অনুভব করেছে যে, এখনই জাদেজাকে নেতৃত্বভার হস্তান্তর করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। জাদেজা এখন আছে সেরা ফর্মে। তাই তার অধিনায়কত্বের দায়িত্ব পাওয়াও উপযুক্ত বিষয়।

২০১২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন জাদেজা। এবারই প্রথম নেতৃত্বের মতো গুরুদায়িত্ব পেলেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে চার ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২০০ ম্যাচ খেলেছেন জাদেজা। যেখানে ২ হাজার ৩৮৬ রানের পাশাপাশি তিনি ১২৭টি উইকেটও শিকার করেছেন। এর মধ্যে শুধু চেন্নাইয়ের হয়ে তিনি লড়েছেন ১৩২ ম্যাচে। চেন্নাইয়ের জার্সিতে এক হাজার ৩২৪ রানের পাশাপাশি ১০০ উইকেট শিকার করেছেন জাদেজা। আইপিএলে খেলা তার অন্য তিনটি দল গুজরাট লায়ন্স, কোচি তাস্কার্স কেরালা ও রাজস্থান রয়্যালস।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৪৪   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ