করোনায় বিশ্বে এক দিনে শনাক্ত ১৬ লাখ ৭৩ হাজার, মৃত্যু ৪ হাজার ৮৫৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনায় বিশ্বে এক দিনে শনাক্ত ১৬ লাখ ৭৩ হাজার, মৃত্যু ৪ হাজার ৮৫৯
বুধবার, ২৩ মার্চ ২০২২



---

করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে চার হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন।

বুধবার (২৩ মার্চ) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ লাখ ২১ হাজার ৭৪১ জনের।

২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে ছয় লাখেরও বেশি। এতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি তিন লাখ ৫৩ হাজার ৭২৫ জন শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৩৮৪ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৯৯ লাখ ৩৬ হাজার ৫৪০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ হাজার ১৪১ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এক দিনে মারা গেছে ৮১৭ জন। শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৫২ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে নয় লাখ ৯৯ হাজার ৭৯২ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে আট কোটি ১৪ লাখ ৭৬ হাজার ২১৪ জন।

শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে মোট আক্রান্ত হয়েছে চার কোটি ৩০ লাখ ১০ হাজার ৯৭১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১৬ হাজার ৫৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫১   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ