ইউক্রেনের শরণার্থীদের জন্য রুশ নোবেল বিজয়ীর পদক নিলামে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের শরণার্থীদের জন্য রুশ নোবেল বিজয়ীর পদক নিলামে
বুধবার, ২৩ মার্চ ২০২২



---
ইউক্রেনের শরণার্থীদের জন্য নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

বুধবার (২৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের সমালোচক রাশিয়ার গণমাধ্যম ‘নোভায়া গাজেতা’র প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তায় নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

গতকাল এক নিবন্ধে মুরাতভ জানান, রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে ১ কোটি মানুষ বাস্তুহারা হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ অবস্থায় নিলাম সংস্থাগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করি তারা আমার এই আহ্বানে সাড়া দেবেন এবং আমার বিশ্বখ্যাত এই পদকটি নিলাম তুলবেন।

গত বছর রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ ‘গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায়’ কাজের স্বীকৃতি হিসেবে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান।

এদিকে রাশিয়া হামলা শুরুর পর থেকে ইউক্রেনের লাখ লাখ মানুষ আশ্রয় নিচ্ছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি কিংবা স্লোভেনিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতে। তবে এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ছুটে আসা শরণার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে জার্মানির বার্লিনের টেগেল বিমানবন্দর। শহরের মেয়র জানিয়েছেন, ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে প্রায় প্রতিদিনই বিমানবন্দরটিতে আসছেন কমপক্ষে ২০ হাজার শরণার্থী।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি ইউক্রেনীয় জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। তবে ইউক্রেনে চলমান যুদ্ধের ইতি না ঘটলে উদ্বাস্তুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেন থেকে পালিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ৩৫ লাখের বেশি মানুষ। সোমবার (২১ মার্চ) এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।

সংস্থাটির তথ্যের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর ২৬ দিনে মোট ৩৬ লাখের বেশি ইউক্রেনীয় প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
এর মধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে সর্বোচ্চ ২১ লাখ ১৩ হাজার শরণার্থী। এ ছাড়া রোমানিয়ায় ৫ লাখ ৪৩ হাজার, মলদোভায় ৩ লাখ ৬৭ হাজার, হাঙ্গেরিতে ৩ লাখ ১৭ হাজার, স্লোভাকিয়ায় ২ লাখ ৫৩ হাজার, রাশিয়ায় ২ লাখ ৫২ হাজার ও বেলারুশে চার হাজার ৩০০ শরণার্থী আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:৩১:০৫   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ