নাগাল্যান্ডে বাংলাদেশ অ্যাথলেটিকস দল

প্রথম পাতা » খেলা » নাগাল্যান্ডে বাংলাদেশ অ্যাথলেটিকস দল
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২



---

ভারত অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে সাউথ এশিয়ান কান্ট্রি চ্যাম্পিয়নশিপ ২৬ মার্চ নাগাল্যান্ডে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ১৬ সদস্যের দল গঠন করেছে। এই দলে ১ জন টিম ম্যানেজার, ১ কোচ, ২ অফিসিয়াল এবং ১২ জন খেলোয়াড় রয়েছেন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘বাংলাদেশ ক্রসকান্ট্রি প্রতিযোগিতায় প্রায় অংশগ্রহণ করে। এত সংখ্যক প্রতিযোগি ইতোপূর্বে কখনো অংশ নেয়নি।’

চারটি ক্যাটাগরিতে বাংলাদেশ দলের খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন। ক্যাটাগরিগুলো হলো- ১০ কিলোমিটার (পুরুষ), ১০ কিলোমিটার (নারী), ৮ কিলোমিটার (অ-২০ পুরুষ), ৬ কিলোমিটার (অ-২০ নারী)। ক্রসকান্ট্রি অ্যাথলেটিকস প্রতিযোগিতায় সড়কে চলার পাশাপাশি পাহাড়ে ওঠানামা, এরপর অল্প পানিতেও দৌড় হয়।

বাংলাদেশ দল গতকাল রাতে নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। ২৬ মার্চ প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ২৮ মার্চ অ্যাথলেটিকস দল দেশে ফেরার কথা।

বাংলাদেশ সময়: ১৬:১০:১৫   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ