মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস
সোমবার, ২১ মার্চ ২০২২



---

‘বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ব্যবহার’ প্রতিপাদ্যে মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় এ লক্ষ্যে বন সংশ্লিষ্ট সকল পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের আয়োজনে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে বনকে রক্ষা করতে হবে, বন্যপ্রাণী রক্ষা করতে হবে জানিয়ে বন বিভাগের পক্ষ থেকে বলা হয়, এটি করতে না পারলে সুন্দরবন ও পরিবেশের বিভিন্ন সমস্যা দেখা দেবে। চিরায়ত বন ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, দশ ভাগ বনভূমির মধ্যে চার ভাগ ম্যানগ্রোভ বন। এই বন রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, বন ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ খুলনা বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম, শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক সামসুল আরেফিন, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির, ঢাংমারী স্টেশন কর্মকর্তা সামানুল কাদির ও চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমানসহ বন কর্মকর্তা ও বনরক্ষীরা।

বৈঠকে বক্তারা সুন্দরবনের ভেতরের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৩১   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ