এফএ কাপের শেষ চারে লড়বে ম্যানসিটি-লিভারপুল

প্রথম পাতা » খেলা » এফএ কাপের শেষ চারে লড়বে ম্যানসিটি-লিভারপুল
সোমবার, ২১ মার্চ ২০২২



---

এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। রোববার (২০ মার্চ) সাউদাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। গোল পেয়েছেন মাহরেজ, স্টারলিং, কেভিন ডি ব্রুইন ও ফোদেন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল।

এফএ কাপের শেষ চার আগেই নিশ্চিত করেছে চেলসি ও ক্রিস্টাল প্যালেস। এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ক্রিস্টাল প্যালেস। আর মিডলসবরোকে ২-০ গোলে হারায় চেলসি। এদিকে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ গোলে হারায় লিভারপুল।

গতবারের চ্যাম্পিয়ন লিস্টার সিটি এবার আগেই বিদায় নিয়েছে। চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছিল লিস্টার সিটি। এদিকে চলতি মৌসুমে এরই মধ্যে লিগ কাপ জেতা লিভারপুলের সামনে চার শিরোপা জয়ের হাতছানি। আর ট্রেবল জয়ের খোঁজে আছে ম্যানচেস্টার সিটি।

আগামী ১৬ এপ্রিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। পরদিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামেই ১৪ মে হবে ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৩:১৩:১১   ৯০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ