ফেসবুক লাইভে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেসবুক লাইভে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার ৪
শনিবার, ১৯ মার্চ ২০২২



---

ফেসবুকে লাইভে এসে রংপুরের এক যুবককে আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ঢাকার সাভার থেকে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৯ মার্চ) র‌্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৮ মার্চ) বিকেলে সাভারের হেমায়েতপুরের একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রংপুরের শাহজাহান ইসলাম বাদল (৫০), ইমদাদুল হক (৩৫), শামীমা ইয়াসমিন সাথী (২৩) ও বীথি আক্তার (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ বছর আগে একই থানার পশ্চিম হাগুরিয়ার হাশিম গ্রামের দিনমজুর বাদল মিয়ার মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে ভালোবেসে বিয়ে করেন ভুক্তভোগী। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলের জন্ম হয়। তবে এরপরই তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হলে পাঁচ লাখ টাকা ও ভরণপোষণের জন্য অর্থ দাবি করেন তার স্ত্রী। একপর্যায়ে কাউকে না জানিয়ে স্ত্রী তার চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যান। সেখানে স্ত্রীকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান-অপদস্থ করেন। এ নিয়ে ভুক্তভোগী ফেসবুক লাইভে এলে বিষয়টি ভাইরাল হয়।

র‌্যাব জানায়, ওই আত্মহত্যার প্ররোচনায় জড়িত আসামিরা ঢাকার সাভারে আত্মগোপনে রয়েছে এমন খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের রংপুরের পীরগাছা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

গত ১২ ফেব্রুয়ারি রংপুরের পীরগাছা থানায় ইমরোজ হোসেন রনি নামে ওই যুবক ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন। এ সময় আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচাশ্বশুর ও ভায়রাসহ শ্বশুরবাড়ির আরও কয়েকজনকে দায়ী করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০৮:০৬   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ