টাঙ্গাইলে সবজির সরবরাহ বাড়ায় দামও বেশ সস্তা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » টাঙ্গাইলে সবজির সরবরাহ বাড়ায় দামও বেশ সস্তা
শনিবার, ১৯ মার্চ ২০২২



---

টাঙ্গাইলের বাজারে সবজির সরবরাহ বাড়ায় দামও বেশ সস্তা। তবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজার এখনো নিয়ন্ত্রণহীন। তাই তো রমজানের আগেই বাজার তদারকি জোরদারের দাবি ক্রেতাদের।

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম টাঙ্গাইলের পৌর পার্ক বাজার। এখানে মিলছে শিম, পেঁপে, আলু, বেগুনসহ নানা ধরনের টাটকা সবজি।

সরবরাহ ভালো থাকায় দামেও স্বস্তি। প্রকারভেদে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে। তবে রমজানের আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা।

এ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, শিম ২০ টাকা, টমেটো ৩০ টাকা, আলু ২০ টাকা, বেগুন ১০ টাকা, গাজর ২৫ টাকা, কুমড়া ২০ টাকা, পেঁপে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারের নানা সমস্যার কথা উল্লেখ করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাজারের ইজারাদার মো. ইছাক আলী।

উল্লেখ্য, টাঙ্গাইলের এ বাজারে ৫ হাজার দোকান রয়েছে। প্রতিদিন এখানে প্রায় ২ কোটি টাকার সবজি বেচাকেনা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৫:২৭   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে সৌরবিদ্যুৎ সেচে সহযোগিতা করবে জার্মানি
‘ভোজ্যতেল আমদানি করতে বছরে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়’
কম খরচে বেশি লাভ সরিষার আবাদে
জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে
কুমিল্লায় রোপা আমনের মাঠে সবুজ হাসি
ইতিহাসের এই দিনে
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালয়েশিয়ায় ‘সিরাহ কনফারেন্স’ অনুষ্ঠিত
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার: শেখ হাসিনা
৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার
বাংলাদেশের পরিস্থিতি অবগত আছি : জাপানের রাষ্ট্রদূত

আর্কাইভ