বই গোছানোর চার সূত্র

প্রথম পাতা » ছবি গ্যালারী » বই গোছানোর চার সূত্র
বুধবার, ২০ জুন ২০১৮



বই পড়তে ভালোবাসেন যারা, তাদের সংগ্রহে গাদাখানেক বই থাকবে না— এটা ভাবাই যায় না। কিন্তু বইপড়ুয়া লোকটি যদি যথেষ্ট গোছানো স্বভাবের না হয়ে থাকেন, তবেই বিপত্তি। কেননা যত্নের অভাবে এখানে-সেখানে পড়ে থাকা বই ঘরের সৌন্দর্য যেমন নষ্ট করবে, তেমনি প্রয়োজনের সময় চাহিদা অনুযায়ী খুঁজে পেতেও সময় নষ্ট হবে। সেক্ষেত্রে শেলফ বা আলমারিতে বই গুছিয়ে রাখার কয়েকটি সূত্র মেনে চলতে পারেন—

অক্ষর অনুযায়ী

এ পদ্ধতিতে বই গোছানোর ক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। লেখকের নামের অক্ষর মিলিয়ে কিংবা বইয়ের নামের প্রথম অক্ষর মিলিয়ে গুছিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে বইয়ের আলমারির একেকটা ব্লকে আলাদা করে বই রাখুন। প্রতিটা ব্লকে কিংবা তাকে কোন অক্ষর থেকে কোন অক্ষরের বই রয়েছে, সেটা স্পষ্ট করে কাগজে লিখে এমন স্থানে সেঁটে দিন, যাতে সহজেই চোখে পড়ে।

ধরন

কোনটা ভৌতিক গল্প, কোনটা গোয়েন্দা, কোনটা আবার প্রেমের উপন্যাস। বই যেমনই হোক না কেন, বইয়ের ধরন অনুযায়ী যদি আলাদা করে ফেলা যায়, তাহলে খুঁজে পেতে সহজ হবে। যেমন ধরুন— কোনো একটি তাকে শুধু থ্রিলারধর্মী বই তো কোনো তাকের পুরোটাই জুড়ে চমত্কার সব প্রেমের উপন্যাস। এভাবে গুছিয়ে রাখা হলে চোখ বন্ধ করেও প্রিয় বইটি খুঁজে পেতে আর ঝামেলা হবে না।

রঙ

বইয়ের মোড়কের রঙ অনুযায়ী বই আলাদা আলাদা তাকে রাখতে পারেন। কিছু বইয়ের মোড়ক হয়তো ছিঁড়ে যায়, সেক্ষেত্রে বইগুলোকে পুনরায় বাঁধাই করে সংগ্রহ করুন তাকে। অন্যদিকে কেউ চাইলে কয়েকটি মৌলিক রঙ বাছাই করে সে রঙের কাগজ কেটে বইয়ের ওপর লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে একেকটি বই একেক রঙের কাগজে মুড়িয়ে নিতে পারেন। এবার রঙ অনুযায়ী সেসব তাকে গুছিয়ে রাখুন।

ক্রম অনুযায়ী

খুব ভালো সমাধান হচ্ছে বইয়ে ক্রমিক সংখ্যা সেঁটে দেয়া। কিছুটা সময় ব্যয় হলেও এ পদ্ধতি খুবই কার্যকরী। এতে বই খুঁজে পেতে যেমন সুবিধা, তেমনি বই হারাবেও না। সম্ভব হলে সেসঙ্গে বাড়তি একটি খাতা ব্যবহার করা ভালো। যাতে সব বইয়ে ক্রমিক অনুসারে নাম লেখা থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১০:৪১   ৭০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ