২০১৭ সালে ভুট্টা রফতানিতে শীর্ষ ১০

প্রথম পাতা » অর্থনীতি » ২০১৭ সালে ভুট্টা রফতানিতে শীর্ষ ১০
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮



ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদার বিপরীতে এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি হয়। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি করা ১০ দেশ ও অঞ্চল নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব—

যুক্তরাষ্ট্র: ভুট্টা রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। এ সময় দেশটির ভুট্টা রফতানি খাতে দুই বছরের ধারাবাহিক তেজিভাবের অবসান ঘটেছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টন ভুট্টা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৯৬ শতাংশ কম। ২০১৬ সালে দেশটি থেকে আগের বছরের তুলনায় ২০ দশমিক ৬১ শতাংশ বেড়ে মোট ৫ কোটি ৮২ লাখ ৪২ হাজার টন ভুট্টা রফতানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির রফতানি বেড়েছে ১৭ লাখ ২৪ হাজার টন। এর আগে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ৬ কোটি ১৯ লাখ ১৩ হাজার টন ভুট্টা রফতানি হয়েছিল।

ব্রাজিল : ভুট্টা রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় গত বছর যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ব্রাজিল। বাম্পার ফলনের কারণে ২০১৬ সালে দেশটি থেকে আগের বছরের তুলনায় ১২৫ দশমিক ৮১ শতাংশ বেড়ে মোট ৩ কোটি ১৬ লাখ ৪ হাজার টন ভুট্টা রফতানি হয়েছিল। এক বছরের ব্যবধানে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির রফতানি কমে দাঁড়ায় তিন কোটি টনে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক শূন্য ৮ শতাংশ কম। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি থেকে ভুট্টা রফতানি ১৬ লাখ ৪ হাজার টন কমেছে। ২০১৪ সালে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ ভুট্টা রফতানি করেছিল ব্রাজিল। এ সময় দেশটি থেকে সব মিলিয়ে ৩ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টন ভুট্টা রফতানি হয়েছিল।

আর্জেন্টিনা : আর্জেন্টিনার ইতিহাসে ২০১৬ সালে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি হয়েছিল। এ সময় আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টন ভুট্টা রফতানি করেছিলেন আর্জেন্টাইন রফতানিকারকরা, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি। বৈরী আবহাওয়ার জের ধরে উৎপাদন ব্যাহত হওয়ায় এক বছরের ব্যবধানে বিশ্বের তৃতীয় শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ আর্জেন্টিনা থেকে খাদ্যপণ্যটির রফতানি ৩ দশমিক ৭৯ শতাংশ কমে দাঁড়ায় ২ কোটি ৫০ লাখ টনে। সে হিসাবে এক বছরের ব্যবধানে আর্জেন্টিনা থেকে ভুট্টা রফতানি কমেছে ৯ লাখ ৮৬ হাজার টন।

ইউক্রেন : বৈশ্বিক তালিকায় চতুর্থ শীর্ষ অবস্থানের পাশাপাশি গত বছর ইউরোপের শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশের মর্যাদা পেয়েছে ইউক্রেন। ২০১৭ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে দুই কোটি টন ভুট্টা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কম। অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে আগের বছরের তুলনায় ২৮ দশমিক ৫৬ শতাংশ বাড়িয়ে মোট ২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার টন ভুট্টা রফতানি করেছিল ইউক্রেন। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির রফতানি কমেছে ১৩ লাখ ৩৪ হাজার টন। ইউক্রেনের ইতিহাসে ২০১৬ সালে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি হয়েছিল।

রাশিয়া : রাশিয়া থেকে ২০১৬ সালে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি হয়েছিল। এ সময় দেশটির রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫৫ লাখ ৮৯ হাজার টন ভুট্টা রফতানি করেছিলেন, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ১৪ শতাংশ বেশি। মূলত বাম্পার ফলনের কারণে এ বছর দেশটির ভুট্টা রফতানি খাতে চাঙ্গাভাব দেখা গিয়েছিল। তবে এক বছরের ব্যবধানে রাশিয়ার ভুট্টা রফতানি খাতে মন্দাভাব দেখা যায়। ২০১৭ সালে দেশটি মোট ৪৮ লাখ টন ভুট্টা রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ১২ শতাংশ কম। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির রফতানি কমেছে ৭ লাখ ৮৯ হাজার টন। এর মধ্য দিয়ে ২০১৭ সাল শেষে ভুট্টা রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় রাশিয়া পঞ্চম শীর্ষ অবস্থানে উঠে এসেছে। (চলবে)

বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৩   ৭৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ