সালমানকে নিয়ে নোংরা পলিটিক্সের শিকার জেরিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালমানকে নিয়ে নোংরা পলিটিক্সের শিকার জেরিন
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২



---

ভারতীয় চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী জেরিন খান। বলিউডের পাশাপাশি কাজ করেছেন তামিল ও পাঞ্জাবি ভাষার সিনেমাতে। সালমান খানের সহ-অভিনেতা হিসেবে ২০১০ সালে বীর সিনেমার মাধ্যমে বলি পাড়ায় পদার্পণ। এছাড়াও সালমানের রেডি সিনেমার একটি আইটেম গান ‘ক্যারেক্টার ঢিলা’-তে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পান।

এদিকে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে সফলতার ঝুড়িতে তেমন কিছুই। প্রশ্ন ওঠে, গডফাদার হিসেবে শক্তিশালী অভিনেতা সালমান পাশে থাকা সত্ত্বেও কেন উল্লেখযোগ্য কোনও সাফল্য নেই? এ ব্যাপারে যদিও অনেকে ইঙ্গিত করেছে জ্যাকুলিন ফার্নান্দেকে।

তবে এব্যাপারে এবার মুখ খুললেন জেরিন খান। তিনি বলেন ‘আমাকে বলিউডে সালমান এনেছেন এটা ঠিক। কিন্তু সালমান আমার গডফাদার ছিলেন না। আমি কোনও গডফাদার পাইনি।’ নিজের ব্যর্থতার কথা ব্যাখ্যা দিতে গিয়েই এমনটা বলেছেন তিনি।

এছাড়াও নাম প্রকাশ না করে জেরিন আরও বলেন, তার এক সহশিল্পী সালমানকে তার কাছে থেকে দূরে সরিয়েছে। একের পর এক তার ছবি বাতিল করেছে। এদিকে সালমানের কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর এই অভিনেত্রী বি গ্রেডের সিনেমার কাজ শুরু করে। এতে সাল্লুবাবা আরও নাখোশ হন।

ইতোমধ্যে তার ও সালমানের গোপন বিয়ের খবর ভাইরাল হলে তিনি বলেন, তাকে ব্যবহার করা হচ্ছে বারবার। তিনি নোংরা পলিটিক্সের শিকার। সালমানের সাথে তার কোনও যোগাযোগ নেই। তিনি আগ বাড়িয়ে কারো করুণা চাইতে পারেনা। যার ফলে অকারণেই সেই সময় ভুল বুঝে তার ক্যারিয়ারটা প্রায় শেষ করে দেয়!

বাংলাদেশ সময়: ১৮:০০:১৬   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ