শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাসের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাসের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
শনিবার, ১২ মার্চ ২০২২



---

আগামী ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এর আগে, চলতি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

ওইদিন মন্ত্রী বলেন, চলতি ও আগামী শিক্ষাবর্ষে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। এ ছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনা হবে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানলো বন্ধ ছিল। পরে গত বছরের ১২ সেপ্টেম্বর আবারও আংশিকভাবে চালু হয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেয় সরকার। এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোয় আংশিকভাবে সশরীরে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়গুলোও একই দিন থেকে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।

ফলে ২২ ফেব্রুয়ারি থেকে এসএসসি, এইচএসসি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন ক্লাসের ব্যবস্থা রেখে নবম-অষ্টম শ্র্রেণির দুদিন এবং সপ্তম-ষষ্ঠ শ্রেণির এক দিন করে ক্লাস চলছে। ক্লাসের সংখ্যা না বাড়ানোর ফলে শিখন ঘাটতিতে এই স্তরের শিক্ষার্থীরা।

এদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৩ কোটি ৮০ লাখ ৭ হাজার ১৭৯ শিক্ষার্থীর মধ্যে ৭৫ শতাংশ শিক্ষার্থী করোনার ডাবল ডোজ এবং ৯৯ শতাংশ শিক্ষার্থী এক ডোজ টিকা পেয়েছে। অন্যদিক কমছে করোনা সংক্রমণের হার। তাই এখনই পুরোদমে ক্লাস শুরুর পরামর্শ শিক্ষা গবেষকদের। অন্যথায় শিখন ঘাটতি কাটানো কোনোভাবেই সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে মার্চের মাঝামাঝি পুরোদমে ক্লাস শুরুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:০৩:০৬   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ