মানিকগঞ্জে কমেছে সবজির দাম, শঙ্কায় কৃষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানিকগঞ্জে কমেছে সবজির দাম, শঙ্কায় কৃষক
শনিবার, ১২ মার্চ ২০২২



---

মানিকগঞ্জের জাগীর বন্দর আড়তে দুদিনের ব্যবধানে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়ায় দর কমেছে ৫ থেকে ৭ টাকা। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। পাশাপাশি সবজি বহনকারী যানবাহনে পৌরভার নামে চাঁদাবাজির অভিযোগ আড়ত কমিটির।

মধ্যরাত থেকেই কৃষক এবং পাইকাদের বেচাকেনায় সরব মানিকগঞ্জের জাগীর বন্দর আড়ত। দুদিনের ব্যবধানে সবজির সরবরাহ বাড়ায় কমেছে দর। পাওয়া যাচ্ছে পটোল, শিম, পেঁয়াজ, ঢেঁড়স, চিচিংগা, করোলাসহ নানা ধরনের সবজি। প্রতিকেজিতে ৫ থেকে ৭ টাকা দর কমায় সবজির উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে হতাশ চাষিরা।

এ আড়কে প্রতি কেজি বেগুন ১৮ থেকে ২০ টাকা, পেঁয়াজ ৪১ থেকে ৪২ টাকা, টমেটো ২০ থেকে ২২ টাকা, মরিচ ৫৫ থেকে ৫৬ টাকা, শিম ১৮ থেকে ২০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৬৫ টাকা, চিচিংগা ৩৫ থেকে ৪০ টাকা, পটোল ৬৫ থেকে ৭০ টাকা, গাজর ১২ থেকে ১৪ টাকা এবং করোলা ৭২ থেকে ৭৫ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম কমে যাওয়ার বিষয়ে কৃষকরা বলেন, ১ মণ টমেটো ২০০ টাকা বলার পরও কেউ কিনছে না। সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি সবজির দাম ৫ থেকে ৬ টাকা কমেছে। দাম ভালো তবে ফলন কম। সেই হিসেবে আমরা দাম পাই না।

এদিকে সবজি বহনকারী যানবাহন থেকে পৌরসভার নামে চাঁদাবাজির অভিযোগ করে তা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আড়ত কমিটির নেতারা। জাগীর বন্দর আড়ত কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লাভলু বলেছেন, সম্পূর্ণভাবে এটি অবৈধ। এটি জাগীর ইউনিয়নের আওতাধীন, এরপরও এটি পৌরসভার অধীনে টিকিটের মাধ্যমে পার্কিং নেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় প্রশাসন মানিকগঞ্জের ডিসি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এটি যেন অচিরেই বন্ধ করা হয়।

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর বন্দর আড়তে ১৭১ জন আড়তদার এবং হাজারের বেশি পাইকারের মাধ্যমে প্রতিদিন কোটি টাকার সবজি বেচাকেনা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫২:০০   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ