বিশ্বকাপের আসরে ৭ বলে হলো ওভার!

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপের আসরে ৭ বলে হলো ওভার!
শুক্রবার, ১১ মার্চ ২০২২



---

ক্রিকেটে ওভার হয় ৬ বলে। কিন্তু আম্পায়ারের ভুলে সেটা হয়ে গেল ৭ বলে। তাও আবার বিশ্বকাপের মতো আসরে, কোনো ‘নো বল কিংবা ওয়াইড’ ছাড়া। ম্যাচটি পরিচালনা করেন জ্যামাইক্যান আম্পায়ার জ্যাকলিন উইলিয়ামস ও বাংলাদেশি শারফোদ্দৌলা ইবনে সৈকত।

চলমান নারী বিশ্বকাপে আজ শুক্রবার নিউ জিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মুখোমুখি হয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে পাকিস্তানের বোলিং ইনিংসের ২৭তম ওভারে বল করতে আসেন ওমাইমা সোহাইল। তিনি আম্পায়ারের ভুলে এক ওভারে ৭টি বল করেন।

দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ড তার করা প্রথম বলে কোনো রান নিতে পারেননি। পরের বলে ফাইন লেগ দিয়ে চার মারেন। তৃতীয় বলে কোনো রান হয়নি। চতুর্থ বলে ২টি রান নেন।

পঞ্চম বলে নেন ১ রান। স্ট্রাইকে আসেন সানে লাস। ষষ্ঠ বলে তিনি সুইপ খেলতে গিয়ে মিস করেন। বল স্ট্যাম্প বরাবর ছিল। পাকিস্তানের খেলোয়াড়দের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন লাস এবং বেঁচেও যান। কিন্তু আম্পায়ার ভুলে যান যে এটাই ছিল ওভারের শেষ বল। এরপর ওমাইমাকে দিয়ে আরও একটি বল করান তিনি। সপ্তম বলে লাস লং অনে ঠেলে দিয়ে ১টি রান নেন।

অবাক করা বিষয় ৭ বলে ওভার হওয়ার বিষয়টি থার্ড আম্পায়ারেরও চোখে ধরা পড়েনি!

ভাগ্যিস ম্যাচটি শেষ ওভারের শেষ বলে গড়ায়নি। তাহলে ৭ বলে ওভার হওয়ার বিষয়টি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটতে পারতো।

আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৯ উইকেটে ২২৩ রান তোলে। জবাবে ৪৯.৫ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানের মেয়েরা।

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৫   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ